আজকাল ওয়েবডেস্ক: নারী ক্ষমতায়নে জোর। বড় পরিকল্পনা কেন্দ্রের। ২০২৯ সাধারণ নির্বাচনে লোকসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ বাস্তবায়ন করতে চায় কেন্দ্র।
জাতীয় রাজনীতিতে মহিলাদের আরও বেশি করে অংশগ্রহণের জন্যই ২০২৪ লোকসভা নির্বাচনের আগে তড়িঘড়ি নারীশক্তি বন্ধন আইনটি পাশ করানো হয়েছিল। মহিলা উন্নয়নের স্বার্থে সেই আইনের পাশে দাঁড়িয়েছিল বিরোধী শিবিরও। কিন্তু ২০২৪ লোকসভায় ওই বিল কার্যকর করা হয়নি। কিন্তু কেন্দ্র এবার টার্গেট করছে ২০২৯ লোকসভা নির্বাচনে নতুন সংরক্ষণ ব্যবস্থা চালু করার।
প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বরে বিলটি পাশ হয়েছিল। ওই বিল অনুযায়ী, দেশের আইনসভাগুলিতে এবার থেকে ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। যার অর্থ প্রতি তিনজনের মধ্যে একজন জনপ্রতিনিধি হবেন মহিলা।
কিন্তু বিলটি পাশ হয়ে গেলেও সেটি কার্যকর হয়নি। ২০২৪ লোকসভার আগেই এই আইন কার্যকর করার দাবি জানিয়েছিল বিরোধীরা। কিন্তু সরকার সে পথে হাঁটেনি। কেন্দ্রের যুক্তি ছিল, এই বিল কার্যকর করার আগে লোকসভার আসন পুনর্বিন্যাস জরুরি। সেটার জন্য আবার দরকার জনগণনা। সমস্যা হল ২০২১ সালে যে জনগণনা হওয়ার কথা ছিল সেটা এখনও শুরু করেনি মোদি সরকার। ওই জনগণনা শুরু হবে ২০২৬ সালের মে মাসে। ওই জনগণনার প্রক্রিয়া শেষ হলে লোকসভা এবং বিধানসভাগুলির আসন পুনর্বিন্যাস হবে। নতুন আসনসংখ্যার ভিত্তিতে মহিলা সংরক্ষণ আইন কার্যকর করা হবে। কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর, পুরো বিষয়টি কার্যকর করতে ২০২৯ সালকে টার্গেট করছে কেন্দ্র।
এর অর্থ ২০২৩ সালে সংসদে পাশ হওয়া আইন কার্যকর হতে চলেছে ৬ বছর পর! তাও নিশ্চিত নয়।
