আজকাল ওয়েবডেস্ক: গুণগত মানের পরীক্ষায় ফেল করল আরও ৪৭টি ওষুধ। এর মধ্যে রয়েছে একাধিক ভিটামিন সাপ্লিমেন্ট, অ্যান্টিবায়োটিক, অ্যান্টাসিড। এবার সেই ৪৭টি ওষুধের তালিকা প্রকাশ করল সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ব্যুরো।
কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ডের দাবি, প্রতি মাসেই ওষুধের গুণগত মান পরীক্ষা করা হয়। এক একটি ব্যাচের ওষুধের গুণগত মান ব্যবহারের অযোগ্য প্রমাণিত হলে, সেগুলো দ্রুত মার্কেট থেকে সরানো হয়।
উল্লেখ্য, চলতি মাসেই সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ব্যুরো জানিয়েছে, ১০৪টি ওষুধের গুণগত মান পরীক্ষায় ফেল করেছে। এই ওষুধগুলোকে 'নট ফর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগস' বলেও ঘোষণা করা হয়। এই তালিকায় প্রেসারের ওষুধ, প্যারাসিটামল, হার্ট ও নার্ভের ওষুধ রয়েছে। মাসের শেষে আরও ৪৭টি ওষুধ নিয়ে সতর্ক করল কেন্দ্র।
