আজকাল ওয়েবডেস্ক:‌ দিল্লিতে বিস্ফোরণ। মৃত অন্তত ১৩। আহত বহু। 


গত সোমবারের বিস্ফোরণের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। এবার জানা যাচ্ছে, সোমবার সন্ধেয় বিস্ফোরণের ঠিক আগে একটি মসজিদে ঢুকেছিলেন ওই ঘাতক গাড়ির চালক উমর মহম্মদ ওরফে উমর উন নবি। পুরনো দিল্লির ওই চত্বরে হেঁটেও বেরিয়েছিলেন। এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল অনলাইন।


বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ওই ফুটেজ। যাতে দেখা গিয়েছে, সোমবার সন্ধেয় পুরনো দিল্লির তুর্কমান গেট এলাকার ফৈজ–ই–ইলাহি মসজিদের দিকে ধীরপায়ে হেঁটে যাচ্ছেন উমর। কোনও দিকে না তাকিয়ে রাস্তা ধরে সোজা হেঁটে যাচ্ছেন তিনি, পরনে কালো পোশাক। মাঝে এক বার মাথা ডানদিকে ঘোরাচ্ছেন, তখনই সিসিটিভিতে তাঁর মুখ ধরা পড়ছে। তার পর ফের সামনে হেঁটে যাচ্ছেন তিনি। তার পর তাঁকে আর দেখা যায়নি। তদন্তকারীদের অনুমান, বিস্ফোরণের আগে ওই মসজিদেই গিয়েছিলেন উমর। যাকে দিল্লিকাণ্ডের অন্যতম অভিযুক্ত বলে ধরা হচ্ছে।


আরও জানা গিয়েছে, উমরের গাড়িটি দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা ২৮ মিনিট পর্যন্ত পার্ক করা ছিল লালকেল্লার কাছে সুনেহরি মসজিদ পার্কিং লটে। সম্ভবত ফৈজ–ই–ইলাহি থেকে সরাসরি সেখানেই চলে যান উমর। ঘটনাচক্রে, এর কিছুক্ষণ পরেই সন্ধে ৬টা ৫২ মিনিট নাগাদ বিস্ফোরণ হয় উমরের গাড়িতে।


এদিকে এএনআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিস্ফোরণস্থলের অদূরে লাজপত রাই বাজার থেকে আরও দেহাংশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে ফরেন্সিক এবং দিল্লি পুলিশের যৌথ দল। এখনও সেখান থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে। অন্য দিকে, বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বিস্ফোরণে আহত এক ব্যক্তির। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩।

 

 

 

‌‌