আজকাল ওয়েবডেস্ক: শনিবার এক মর্মান্তিক দুর্ঘটনায় হরিদ্বার থেকে ধারি দেবী মন্দিরে যাচ্ছিল এমন একটি পরিবারবাহী গাড়ি প্রায় ৩০০ মিটার গভীর খাদে পড়ে অলকানন্দা নদীতে ডুবে যায়। ঘটনাটি ঘটেছে দেবপ্রয়াগ থানার অন্তর্গত বাদশা হোটেল সংলগ্ন এলাকায়।
দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ছিল একটি থার এসইউভি, যাতে ছয়জন যাত্রী ছিলেন। এদের মধ্যে একমাত্র জীবিত উদ্ধার হন ৫৫ বছর বয়সী অনিতা, যিনি শ্রী মদন সিং-এর স্ত্রী। তাঁকে গুরুতর অবস্থায় শ্রীনগরের বেস হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। অনিতার বাড়ি মূলত চামোলি জেলায় হলেও বর্তমানে তিনি হরিদ্বারের রুরকিতে বসবাস করেন।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, গাড়িতে অনিতা ছাড়াও ছিলেন আরও দুই নারী, দুই শিশু ও এক পুরুষ। প্রত্যক্ষদর্শীদের মতে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি খাদে পড়ে সোজা অলকানন্দা নদীতে গিয়ে পড়ে।
স্থানীয় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দেবপ্রয়াগ থানার স্টেশন ইনচার্জ মহিপাল রাওয়াত জানিয়েছেন, নদীর প্রবল স্রোত ও দুর্গম পার্বত্য ভূখণ্ডের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে, তবে তল্লাশি জোরকদমে চালানো হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কর্তৃপক্ষ উত্তরাখণ্ডের পাহাড়ি ও দুর্গম রাস্তাগুলোয় গাড়ি চালাতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে, বিশেষ করে তীর্থযাত্রার মরশুমে।
