আজকাল ওয়েবডেস্ক: সারাদিন ধরে কত মানুষ খাবার ডেলিভারি করে থাকেন। সেখানে যদি একটু ভাল করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন বেশিরভাগ খাবার আসে কালো প্লাস্টিকের বাক্সে। তবে যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ তারা মনে করছেন এই ধরণের বাক্সে যদি খাবার আসে তাহলে সেখান থেকে ক্যান্সারের প্রবণতা বাড়ে।
কালো প্লাস্টিকের বাক্সে একধরণের টক্সিক গন্ধ থাকে যেটা কালো প্লাস্টিকের কেমিক্যাল থেকে তৈরি হয়। এরপর যখন সেখানে কোনও খাবার রাখা হয় সেখানে এই বিষ সরাসরি সেখানে প্রবেশ করছে। সেই খাবার যদি আপনি খেয়ে থাকেন তাহলে সেখান থেকে ক্যান্সারের উৎস তৈরি হতে পারে।
যদিও এবিষয়ে কোনও নিঁখুত তথ্য হাতে আসেনি। কালো প্লাস্টক বাক্সে যদি খাবার থাকে তাহলে সেখান থেকে ক্যান্সার হতে পারে সেবিষয়ে কোনও সতর্কতাও জারি করা হয়নি। তবে আগে থেকেই এই কালো প্লাস্টিকের খারাপ প্রভাব নিয়ে সকলকে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। কালো প্লাস্টিক প্রতিদিন খাবারের প্রতিষ্ঠানগুলি বেশি করে ব্যবহার করে থাকে। এটি ব্যবহার করার পর ফেলে দেওয়ার সতর্কতা লেখা থাকলেও অনেকে সেই কাজটি করেন না। এরপর যত বেশি করে এই কালো প্লাস্টিকের বাক্সটি ব্যবহার করা হবে ততই এর মধ্যে থেকে খারাপ অংশ বেরিয়ে আসতে থাকবে। এটাই ক্যান্সার তৈরি করার অন্যতম কারণ।
সম্প্রতি একটি সমীক্ষা করা হয়েছিল। সেখানে ২০৩ টি কালো প্লাস্টিকের বাক্সের উপর পরীক্ষা করা হয়। সেখান থেকেই দেখা যায় কালো প্লাস্টিকের মধ্যে এমন কিছু ক্ষতিকারক পদার্থ রয়েছে যেখান থেকে খাবার নষ্ট হওয়ার পাশাপাশি খাবারে প্লাস্টিকের কণা মিশে যাওয়ার বিষয়টি থাকে। তাই এটিকে যত কম ব্যবহার করা যায় ততই ভালো।
কালো প্লাস্টিকের বাক্সে যদি বারে বারে খাবার খান তাহলে সেখান থেকে পাচনতন্ত্রের নানা ধরণের সমস্যা তৈরি হতে পারে। এখানেই শেষ নয়, এরপর ডায়বেটিস এবং নানা ধরণের রোগও হতে পারে। এমনটি বাড়িতে রান্নার বাসন হিসাবে যদি কালো প্লাস্টিক ব্যবহার করে থাকেন তাহলে সেখান থেকেও দেহে প্রবেশ করতে পারেন ক্যান্সারের অনু।
