সমীর ধর, আগরতলা: ভোটের সময়ে বাসের ভাড়া এখনও মেটাতে পারেনি ত্রিপুরার বিজেপি জোট সরকার। বকেয়া ২৫-৩০ কোটি। প্রায় এক বছর ধরে পরিবহণমন্ত্রী সমেত মন্ত্রী অফিসারদের দরজায় ধর্না দিতে দিতে রীতিমতো তিতিবিরক্ত ক্ষুব্ধ বাস- মালিকরা। সামনে লোকসভা ভোট। আবার গাড়ি ভাড়া নিতে হবে নির্বাচন দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তরকে। বৃহস্পতিবার সাংবাদিকদের ডেকে মালিকরা সাফ জানিয়ে দিলেন, ডিসেম্বরের মধ্যে টাকা না পেলে নতুন বছরের জানুয়ারি থেকে রাস্তাতেই আর বাস চলবে না। সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে কার্যত হুমকি দিলেন গাড়ি মালিকরা। দক্ষিণ ত্রিপুরা বাস অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সরকার এবং সম্পাদক রাজীব ভৌমিক-সহ নেতারা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির বৈঠকের "নিরুপায়" সিদ্ধান্তের কথা জানান এদিন। ত্রিপুরার বিধানসভা ভোট হয়েছে ফেব্রুয়ারি মাসে। প্রায় এক বছর ভাড়া বকেয়া রাখার অতীত নজির নেই। বাস মালিকরা জানান, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ঋণ নিয়ে তাঁরা গাড়ি কিনেছেন। সরকারের ঘরে পাওনা টাকা পড়ে থাকায় সেসব ঋণের কিস্তি মেটানো যাচ্ছে না। ফলে গাড়ি রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছে ঋণদাতা সংস্থা। শ্রমিকদের বেতনও মেটানো যাচ্ছে না। শ্রমিকরাও জানিয়েছেন, ডিসেম্বরের বাকি কয় দিনের মধ্যে টাকা না পেলে জানুয়ারি থেকে গাড়ি চালাবেন না।