আজকাল ওয়েবডেস্ক: মাংস কম দেওয়া, খাবারে নুন বেশি—এইসব নিয়ে বিয়ে বাড়িতে হইচই নতুন কিছু নয়। কিন্তু এবার শুধুমাত্র এসি'র চাহিদা না মেটানোয় বিয়েই ভেঙে দিলেন এক কনে। শুনতে অবাক লাগলেও ঘটনাটি একেবারে সত্যি, এবং তা ঘটেছে জয়পুর শহরের উপকণ্ঠে অবস্থিত একটি অভিজাত কমিউনিটি হলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আয়োজিত ছিল বিয়ে। বেশ সাজসাজ রব ছিল চারপাশে। তবে সব আনন্দ মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়, যখন কনে জানতে পারেন, অনুষ্ঠানের স্থানে এসির কোনো ব্যবস্থা রাখা হয়নি। কনে সরাসরি বরের পরিবারকে এই বিষয়ে প্রশ্ন করলে শুরু হয় বিতণ্ডা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কনে অভিযোগ তোলেন, বরপক্ষ আগে প্রতিশ্রুতি দিয়েছিল অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত শীতলতার ব্যবস্থা থাকবে। কিন্তু বাস্তবে তার ছিটেফোঁটাও নেই। এই পরিস্থিতিতে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন কনের পরিবার বরপক্ষের বিরুদ্ধে অপমানজনক আচরণ ও পরোক্ষ যৌতুক চাওয়ার অভিযোগ তোলে। বাধ্য হয়ে স্থানীয় পুলিশ পৌঁছে যায় বিয়ের আসরে। তবে পুলিশ ও আত্মীয়-স্বজনের বহু অনুরোধ সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন কনে। কনে জানান, “এ ধরনের পরিবেশে বিয়ে করা মানে নিজের মর্যাদার সঙ্গে আপস করা। যারা প্রথম দিনেই সম্মান দিতে জানে না, তারা ভবিষ্যতে কীভাবে সম্পর্ক টিকিয়ে রাখবে?”
পুলিশ জানায়, উভয় পক্ষের বক্তব্য শুনে পরিস্থিতি মেটানোর চেষ্টা করা হলেও কনে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি বিয়ে বাতিল করছেন। অন্যদিকে বরের পরিবার এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, অনুষ্ঠানস্থলের তাপমাত্রা ছিল সহনীয় এবং এমন ‘ছোটখাটো বিষয়’ নিয়ে এত বড় সিদ্ধান্ত অনভিপ্রেত। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক—আধুনিক জীবনের চাহিদা নাকি সম্মান ও সম্পর্কের শিকড় কেটে ফেলছে?
