আজকাল ওয়েবডেস্ক: প্রাকৃতিক বিপর্যয়ে তছনছ হিমাচল প্রদেশ। প্রবল বৃষ্টির জেরে 'মৃত্যু উপত্যকা'য় পরিণত হয়েছে। বাড়ছে মৃত্যুমিছিল। বন্ধ প্রায় ৫০০ সড়ক। ভেঙে পড়েছে সেতুও। তাই এক গ্রাম থেকে অন্য গ্রামে পৌঁছনোর সমস্ত সড়ক, সেতু বন্ধ। তবুও শিশুদের ভ্যাকসিন দিতে যেতেই হবে। সমস্ত বিপর্যয়কে তোয়াক্কা না করেই জীবন বাজি রেখে গ্রামে পৌঁছে গেলেন এক স্বাস্থ্য কর্মী। যার কীর্তি সম্প্রতি হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নেটিজেনদের চোখ ছানাবড়া। সকলেই কুর্ণিশ জানালেন মহিলা স্বাস্থ্য কর্মীকে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হিমাচল প্রদেশের মান্ডি জেলায় এক সাহসী নার্স প্রতিদিন অতি দুর্গম পথ পাড়ি দিয়ে গ্রামের শিশুদের এবং অসুস্থ রোগীদের পরীক্ষা করতে যান। সম্প্রতি দুই মাসের এক শিশুকে ভ্যাকসিন দিতে যাচ্ছিলেন ওই পথ দিয়েই। খরস্রোতা পাহাড়ি নদীর উপর এক পাথর থেকে আরেক পাথরে লাফিয়ে লাফিয়ে ওই গ্রামে পৌঁছন তিনি। 

 

জানা গেছে, ৪০ বছর বয়সি ওই স্বাস্থ্য কর্মীর নাম, কমলা দেবী। চৌহরঘাটির খরস্রোতা নদী এভাবেই পার করতে দেখা গেছে তাঁকে। প্রবল বৃষ্টির জেরে বেড়েছে নদীর জলস্তর। প্রবল গতিতে বয়ে চলেছে সেটি। পাথরের উপরেও যেকোনও মুহূর্তে পিছলে যেতে পারত পা। সেই মুহূর্তেই তলিয়ে যেতে পারতেন ওই স্বাস্থ্য কর্মী।‌ বড় বিপদের আশঙ্কা থাকা সত্ত্বেও, জীবন বাজি রেখে দায়িত্ব পালন করে চলেছেন তিনি। 

 

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে হিমাচল যেন 'মৃত্যু উপত্যকা'! মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল, রাজ্য জুড়ে বন্ধ প্রায় ৫০০ সড়ক

 

সম্প্রতি কমলা দেবীর এই দুঃসাহসিক কাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, মেডিক্যাল কিট শক্ত করে ধরে আছেন তিনি। মাঝে বয়ে চলেছে খরস্রোতা নদীর জল। এক পাথর থেকে আরেক পাথরে এক লাফেই পার করেন তিনি। এভাবেই পৌঁছন ওই গ্রামে। ভ্যাকসিন দেওয়ার পর আবারও ওভবেই ফিরে আসেন স্বাস্থ্য কেন্দ্রে। 

 

?ref_src=twsrc%5Etfw">August 22, 2025

আরও জানা গেছে, ঘটনাটি ঘটেছে সুধার পঞ্চায়েতে। গত কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টির জেরে তছনছ হয়ে গেছে ওই পঞ্চায়েত এলাকা। প্রায় প্রতিটি সড়ক ক্ষতিগ্রস্ত।‌ যান চলাচল বন্ধ অধিকাংশের বেশি সড়কে। শুধুমাত্র সড়ক নয়, ওই এলাকার একাধিক সেতুও ভেঙে পড়েছে। ফলে গ্রামবাসীদের ও স্বাস্থ্য কর্মীদের নিত্যদিন চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। প্রাণ বাজি রেখেই কাজে, প্রয়োজনে যাতায়াত করছেন সকলে। 

 

এক্স হ্যান্ডেলে ওই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, 'এমন মানুষকে সত্যিই বাহবা দেওয়া উচিত। হিমাচল প্রদেশের মান্ডির চৌহরঘাটি থেকে স্বাস্থ্য কর্মী কমলা দেবী খরস্রোতা নদীর উপর পাথর টপকে টপকে পৌঁছে যাচ্ছেন হুয়াং গ্রামে। শুধুমাত্র শিশুদের ভ্যাকসিন দেওয়ার জন্য। ধস ও বন্যার জন্য বন্ধ সড়ক, তা সত্ত্বেও কর্তব্য পারেন অবিচল তিনি। 

 

ভিডিওটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সকলেই 'স্যালুট' জানিয়েছেন স্বাস্থ্য কর্মী কমলা দেবীকে। পাশাপাশি বন্যা বিধ্বস্ত এলাকায় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা যেভাবে কর্তব্য পালন করছেন, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কেউ কেউ। আবারও অনেকেই অভিযোগ জানিয়েছেন, কর্তব্য পালনে অবিচল থাকলেও, জীবন সবকিছুর আগে। জীবনকে বাজি রেখে কর্তব্য পালন ঘিরেও প্রশ্ন তুলেছেন তাঁরা।