আজকাল ওয়েবডেস্ক : বাড়িতেই বিস্ফোরণ। মনিপুরের প্রাক্তন বিধায়কের স্ত্রীর মৃত্যু। ঘটনাটি ঘটেছে কাঙপোকপি জেলায়। মনিপুরের প্রাক্তন বিধায়ক যামথঙ্গ হাওকিপের বাড়িতেই এই বিস্ফোরণ ঘটেছে।


বিধায়কের দ্বিতীয় স্ত্রী সাপম ছাড়ুবালা এই বিস্ফোরণের ফলে গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। 


তবে অবাক করা খবর হল এই ঘটনার সময় প্রাক্তন এই বিধায়ক নিজের বাড়িতে ছিলেন। কিন্ত তিনি একেবারে অক্ষত রয়েছেন। কেন এই বিস্ফোরণ হল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।


একই বাড়িতে থেকে কেন বিধায়ক কোনও আঘাত লাগল না। কেন তাঁর স্ত্রী এভাবে মারা গেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। এর পিছনে কারা আছে তা দ্রুত দেখা হবে বলে জানিয়েছে তদন্তকারী অফিসাররা।