আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটকের হুব্বলিতে মঙ্গলবার এক বিজেপি মহিলা কর্মীকে আটক করা হয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। পুলিশের বিরুদ্ধে ওই মহিলাকে মারধর এবং তাঁর পোশাক ছিঁড়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

একটি ভিডিওতে দেখা গিয়েছে (এর সত্যতা যাচাই করেনি আজকাল.ইন), বাসের ভিতরে পুলিশকর্মীরা ওই মহিলাকে ঘিরে রয়েছেন। অভিযোগ, পুলিশ যখন তাঁকে আটক করার চেষ্টা করে, তখন তিনি বাধা দেন। তখনই পুলিশ তাঁর ওপর চড়াও হয়। এহেন পরিস্থিতিতে ধস্তাধস্তির সময় মহিলার পোশাক ছিঁড়ে যায় বলে দাবি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, কংগ্রেস কাউন্সিলর সুবর্ণা কাল্লাকুন্তলার করা এক অভিযোগের ভিত্তিতেই ওই মহিলাকে ধরা হয়েছিল। ভোটার তালিকা সংশোধন নিয়ে সম্প্রতি কংগ্রেস ও বিজেপির মধ্যে যে গোলমাল চলছিল, এই ঘটনার শিকড় সেখানেই।

জানা গিয়েছে, ওই মহিলা আগে কংগ্রেস করতেন, কিন্তু সম্প্রতি তিনি পদ্ম-শিবিরে যোগ দিয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি আধিকারিকদের যোগসাজশে তালিকা থেকে ভোটারদের নাম বাদ দিয়েছেন। যদিও ওই মহিলা এই অভিযোগ মানতে চাননি। এই নিয়েই দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

হেপাজতে দুর্ব্যবহারের অভিযোগ নিয়ে পুলিশ এখনও মুখ খোলেনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের কর্মীরাই একে অপরের বিরুদ্ধে থানায় নালিশ ঠুকেছেন। গোটা এলাকায় চরম রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে।