আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এডাপ্পাডি কে পালানিস্বামী (ইপিএস)-এর নেতৃত্বাধীন এআইএডিএমকে-র সঙ্গে গাঁটছড়া বেঁধে ভোটের লড়াই লড়বে বিজেপি। চেন্নাই থেকে শুক্রবার এই ঘোষণা করলেন বিজেপি অন্যতম শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এই ঘোষণার সময়, শাহের একপাশে বসে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা তথা এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক এডাপ্পাডি কে পালানিস্বামী এবং অন্যদিকে বসে ছিলেন, তামিলনাড়ু রাজ্য বিজেপির সভাপতি কে আন্নামালাই।

সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেন, "কেন্দ্রে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি তথা এনডিএ লড়াই করছে, তেমনই তামিলনাড়ুতে ইপিএস-এর নেতৃত্বেই এআইএডিএমকে এবং বিজেপি জোটবদ্ধভাবে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হবে।" একইসঙ্গে শাহ স্পষ্ট কে দেন যে, তামিলনাড়ুতে  আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ও এআইএডিএমকে জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন পালানিস্বামীই। 

অমিত শাহ এ দিন দাবি করেন যে, এআইএডিএমকে ১৯৯৮ সাল থেকে এনডিএ-র অংশ এবং প্রধানমন্ত্রী মোদি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতা অতীতে একসঙ্গে কাজ করেছেন। ফলে আগামী ভোটে এনডিএ বিজয়ী হবে। শাহের কথায়, "আমাদের জোট অনেক শক্তিশালী। আমি সম্পূর্ণরূপে আত্মবিশ্বাসী যে এনডিএ বড় জয় পাবে এবং তামিলনাড়ুতে এনডিএ সরকার গঠিত হবে।" 

বিজেপি-এআইএডিএমকে জোট শর্তহীন বলে জানিয়েছেন শাহ। ভোটের লড়াইয়ে আসন ভাগাভাগি নিয়ে শাহী-বচন, "আমরা পরে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করব।"

কেন হাঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে জোট গড়ল পদ্ম শিবির? দক্ষিণী রাজ্য তামিলনাড়িতে ডিএমকে শাসক দল, এআইএডিএমকে বিরোদী দল। ফলে বিজেপির উপস্থিতি নেহাতই নগণ্য। তাই আগামী বছরের নির্বাচনে কেন্দ্রের প্রধান শাসকদল যাতে দক্ষিণের এই রাজ্যেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কার্যত তারই একটা বন্দোবস্ত সেরে ফেললেন  অমিত শাহ। 

শুক্রবার শাসকদল ডিএমকে-কেও নিশানা করেন অমিত শাহ। বলেন, "আসল ইস্যুগুলি থেকে নজর ঘোরানোর জন্য ডিএমকে নেতৃত্ব ও রাজ্য সরকার সনাতন ধর্ম এবং ত্রিভাষা নীতির মতো বিষয়গুলি নিয়ে সুর চড়াচ্ছে। আগামী দিনে মানুষ দুর্নীতি, আইনশৃঙ্খলা সমস্যা, নারী ও দলিতদের উপর অত্যাচারের বিরুদ্ধে ভোট দেবে।"