আজকাল ওয়েবডেস্ক: রিলের নেশা সর্বনাশা। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা কুড়ানোর জন্য জীবন বাজি রাখতেও পিছপা হচ্ছেন না একাংশের নেটিজেনরা। ভয়ঙ্কর স্টান্ট দেখাতে গিয়ে অতীতে ভয়ঙ্কর দুর্ঘটনাও ঘটেছে। কিন্তু সেসবের তোয়াক্কা না করেই বেপরোয়া গতিতে বাইক স্টান্ট দেখিয়ে আবারও এক তরুণের কীর্তি ঘিরে শোরগোল।
সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, বেপরোয়া গতিতে এক তরুণ বাইক চালাচ্ছেন। তাও আবার জাতীয় সড়কে। তাঁর ঠিক পাশেই দ্রুত গতিতে ছুটছে একটি ট্রাক। চলন্ত ট্রাকের সামনের চাকা থেকে কয়েক ইঞ্চি দূরত্বেই বেপরোয়া গতিতে বাইক স্টান্ট দেখাচ্ছিলেন ওই তরুণ।
তরুণের থেকে খানিকটা দূরে চলন্ত বাইকে বসে সেই মুহূর্তের ভিডিওটি ক্যামেরাবন্দি করেন আরেকজন। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বেপরোয়া গতিতে যেভাবে তরুণ বাইক চালাচ্ছিলেন, তাতে যেকোনও মুহূর্তে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত। দু'জনের কীর্তি দেখেই আঁতকে উঠেছেন নেটিজেনরা।
ভিডিওটি দেখেই সমালোচনা করেছেন নেটিজেনরা। তরুণের কীর্তিতে সমালোচনার ঝড় বয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। একজন লিখেছেন, 'ভিডিওটি পুলিশের কাছে জমা দেওয়া উচিত। তরুণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত।' আরেকজন লিখেছেন, 'ভাইরাল হওয়ার নেশায় মত্ত এ প্রজন্মের ছেলেমেয়েরা। কোনও হুঁশ নেই।'
প্রসঙ্গত, গত বছর জুলাই মাসেই রেললাইনে শুয়ে স্টান্ট দেখাতে গিয়ে বিপাকে পড়েছিল তিন বন্ধু। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার লোভে ভয়ঙ্কর স্টান্ট দেখাতে চেয়েছিল। প্রাণ বাজি রেখে রিল শুট করেছিল তিন বন্ধু। তার জেরে এবার বিপাকে পড়ে তিনজনেই। চলন্ত ট্রেনের তলায় শুয়ে রিল শুট করার জেরে তিনজনকেই আটক করে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশায়। পুলিশ জানিয়েছে, বৌধ জেলার দালুপালি এলাকায় রেললাইনের ওপর দাঁড়িয়ে রিল শুট করেছিল তিন নাবালক। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। রিলে দেখা গেছে, চলন্ত ট্রেনের তলায় শুয়ে এক নাবালক। তার উপর দিয়ে চলন্ত ট্রেনটি দ্রুত গতিতে ছুটে যায়। সেই দৃশ্যটির ভিডিও করে আরও দুই নাবালক।
রেললাইনের ওপর কীভাবে শুয়ে থাকলে কোনও বিপদ হবে না, তাও ভিডিওতে দুই বন্ধুকে বলতে শোনা গেছে। দুই বন্ধুর কথা মতো সেই রেললাইনের ওপর চোখ বুজে শুয়েছিল এক নাবালক। ট্রেনটি চলে যাওয়ার পর তিনজনেই আনন্দে লাফিয়ে ওঠে।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই তিনজনকে আটক করেছে পুলিশ। এক নাবালক জানিয়েছে, ট্রেনটি দ্রুত গতিতে এগিয়ে আসছিল। তখন ভয়ে বুক ধড়ফড় করছিল তার। অন্যদিকে বাকি দু'জন জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার লাইক ও শেয়ার পাওয়ার লোভেই এমন রিল শুট করেছিল।
