আজকাল ওয়েবডেস্ক: বিহারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। আগামী ২০ নভেম্বর শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সূত্রের মতে, নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের শীর্ষ নেতারা দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে আলোচনা করেছেন।


এনডিটিভি সূত্রে খবর, এবার উপমুখ্যমন্ত্রী পদে একজন নারী নির্বাচিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে আঞ্চলিক সমীকরণকে গুরুত্ব দিয়ে জোটের সব দলকেই প্রতিনিধিত্ব দেওয়া হবে। কোন একটি দলের আধিপত্য না রেখে সমন্বয় বজায় রাখাই জোটের লক্ষ্য। এইবার মন্ত্রিত্বের জন্য দুজন নতুন মুখ যুক্ত হতে পারেন। চিরাগ পাসওয়ান এবং উপেন্দ্র কুশওহা নেতৃত্বাধীন দলগুলোকেও প্রতিনিধিত্ব দেওয়া হবে।


জাতিগত সমীকরণের দিক থেকে দেখা হলে, আগের সরকারে ছিলেন ১১ জন উচ্চবর্ণ, ১০ জন ওবিসি, ৭ জন ইবিসি, ৫ জন দলিত, ২ জন মহাদলিত এবং একজন মুসলিম মন্ত্রী। এবারের নির্বাচনে জোটের দলে আছেন ১৫ জন যাদব, ২৩ জন কুর্মি, ১৯ জন কুশওহা, ২৩ জন বৈশ্য, ৩১ জন রাজপুত, ১৫ জন ভূমিহার, ১৫ জন ব্রাহ্মণ, ২ জন কায়স্থ, ১০ জন অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণি, ৩৪ জন এসসি, ১ জন আদিবাসী এবং ১ জন মুসলিম বিধায়ক। সূত্র বলছে, এই সংখ্যার ভিত্তিতেই মন্ত্রিসভার জাতিগত ভারসাম্য নির্ধারিত হবে।


বিজেপি স্পিকারসহ দুই উপমুখ্যমন্ত্রী নির্বাচিত করতে পারে এবং এখানেও জাতিগত ভারসাম্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যদি স্পিকার উচ্চবর্ণের হন, তাহলে উপমুখ্যমন্ত্রী ওবিসি/ইবিসি বা দলিত সম্প্রদায় থেকে আসতে পারেন— কিংবা এর উলটোটাও হতে পারে।


সংবিধান অনুযায়ী বিহারে মুখ্যমন্ত্রীসহ সর্বোচ্চ ৩৬ জন মন্ত্রী থাকতে পারেন। সূত্রের দাবি, কিছু পদ শূন্যও রাখা হতে পারে। যেহেতু বিজেপি এবার সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে, তাই তাদেরই সর্বাধিক মন্ত্রীপদ পাওয়ার সম্ভাবনা।


বিদায়ী সরকারে ছিলেন— বিজেপির ২১ জন মন্ত্রী, জেডিইউর ১৩ জন (মুখ্যমন্ত্রীসহ), হাম-এর ১ জন এবং একজন নির্দল। এবার চিরাগ পাসওয়ানের দল থেকে দুইজন এবং উপেন্দ্র কুশওহার দল থেকে একজন মন্ত্রী হতে পারেন। চিরাগ পাসওয়ানের দলের রাজু তিওয়ারিকে মন্ত্রী করা নিয়ে আলোচনা চলছে। একইভাবে উপেন্দ্র কুশওহার স্ত্রী স্নেহলতা কুশওহাও মন্ত্রী হতে পারেন।


আঞ্চলিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে শাহাবাদ, মগধ, মিথিলা এবং সারন অঞ্চলে জোটের ভালো ফল হওয়ায় এই এলাকাগুলো থেকে পর্যাপ্ত প্রতিনিধিত্ব দেওয়া হবে। বর্তমান সরকারের বেশ কয়েকজন মন্ত্রী আবারও মন্ত্রিসভায় ফিরতে পারেন। সম্ভাব্য তালিকায় বিজেপির নীতিন নাভিন, সঞ্জয় সরাওগি, জিবেশ মিশ্র, নীতিশ মিশ্র, ড. সুনীল কুমার এবং বিজয় কুমার মণ্ডলের নাম রয়েছে।

 এছাড়া সদ্য নির্বাচিত কেন্দ্রীয় মন্ত্রী রামকৃপাল যাদবকেও মন্ত্রিসভায় দেখা যেতে পারে। জেডিইউর পক্ষ থেকে শ্রবণ কুমার, বিজয় কুমার চৌধুরী, অশোক চৌধুরী এবং বিজেন্দ্র প্রসাদ যাদবকে পুনরায় মন্ত্রী করা হতে পারে। পাশাপাশি প্রাক্তন সাংসদ প্রভুনাথ সিং-এর পুত্র রণধীর সিংয়ের নামও আলোচনায় রয়েছে।


বিজেপি নেতা নীতিন নাভিন বলেন, “শপথগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে… এটি বিহারের উন্নয়নের নতুন উড়ানের শপথ অনুষ্ঠান।” তিনি আরও জানান, অনুষ্ঠানকে উৎসবমুখর করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ কেন্দ্রের বহু মন্ত্রী উপস্থিত থাকবেন। “বিহার এদিন উৎসবের মতো উদযাপন করবে”।