আজকাল ওয়েবডেস্ক: বিহার মন্ত্রিসভার সম্প্রসারণ আজ বিকেল ৪টায় অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে বিজেপি থেকে পাঁচ নতুন মুখ যোগ দিতে পারেন বলে সূত্রে মারফৎ জানা গিয়েছে। এই সম্প্রসারণের প্রয়োজনীয়তা বেড়েছে কারণ বিহারে শীঘ্রই বিধানসভা নির্বাচন হতে চলেছে।
বিহার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল রাজস্ব মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সাক্ষাৎকারে জয়সওয়াল বলেন, "আমি রাজস্ব মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি অনুযায়ীই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে রাজ্য ইউনিটের দায়িত্ব দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। মন্ত্রিসভার সম্প্রসারণ মুখ্যমন্ত্রীর এক্তিয়ারভুক্ত।"
সূত্র মতে, বিজেপির পাঁচ নতুন বিধায়ক, যার মধ্যে রয়েছে তারকিশোর প্রসাদ, সঞ্জয় সারাওগি, রাজু যাদব, এবং অওধেশ প্যাটেল, মন্ত্রিসভায় যোগ দিতে পারেন, তবে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জেডিইউ থেকে নতুন মুখ অন্তর্ভুক্ত করা হবে কি না।
অন্যদিকে, দিলীপ জয়সওয়াল শীঘ্রই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর পদত্যাগ পত্র জমা দিতে পারেন বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নীতিশ কুমারের বাসভবনে পৌঁছেছেন।
বর্তমান মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৩০, যার মধ্যে বিজেপির ১৫, জেডিইউ-এর ১৩, হাম-এর একজন এবং একজন নির্দল সদস্য রয়েছেন। ৬টি আসন এখনও শূন্য রয়েছে।
মন্ত্রিসভার সম্প্রসারণের সময় ঠিক হয়েছে বিহার বাজেট অধিবেশনের দু'দিন আগে।
