আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় নাগরিকের আরও বেশি রেলমুখী করে তুলতে এবার বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। দূরপাল্লার ট্রেনের টিকিটে এবার থেকে পাওয়া যাবে ২০ শতাংশ ছাড়ের সুযোগ। গোটা দেশেই এই সুবিধা মিলবে বলে রেলের তরফে জানানো হয়েছে। এই বিশেষ উদ্যোগের নাম দেওয়া হয়েছে 'রাউন্ড ট্রিপ প্যাকেজ ফর ফেস্টিভ্যাল রাশ'। 

 

এবিষয়ে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, 'ভারতীয় রেলের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। ভারতীয় রেলের উদ্দেশ্য হল সকল ভারতীয় নাগরিককে রেল ভ্রমণের সুযোগ করে দেওয়া। গোটা দেশেই এই ব্যবস্থার সুযোগ পাওয়া যাবে।' জানা গিয়েছে, উৎসব উপলক্ষে এই ছাড় দিচ্ছে রেল। আগামী ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে যাত্রা করলে এবং ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে ফেরত যাত্রা বা 'রিটার্ন জার্নি'তে এই ছাড়ের সুবিধা পাওয়া যাবে। তবে এই ছাড়ের জন্য কিছু কিছু নিয়মও মানতে হবে। যেমন যাত্রার টিকিট যদি কেউ অনলাইন বা অফলাইন-এ কাটেন তবে ফেরার টিকিটও সেই পদ্ধতিতেই কাটতে হবে। সেইসঙ্গে পরিবার নিয়ে গেলে এক একজনের এক একরকম ক্লাস বা শ্রেণির টিকিট কাটলে হবে না। প্রত্যেকেরই এক শ্রেণির টিকিট কাটতে হবে। কেবল মাত্র নিশ্চিত আসন বা 'কনফার্মড' টিকিটের ক্ষেত্রেই মিলবে এই সুবিধা। তবে এই ব্যবস্থায় টিকিট বাতিল করা যাবে না। 

 

আরও পড়ুন: লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই মিলবে রেলে চাকরি, কোথায় আবেদন করবেন জেনে নিন এখনই

এর পাশাপাশি যারা রেলের পাস বা রেল ভ্রমণের কুপন বা অন্যান্য ছাড়ের সুবিধা নেবেন তাঁরা এই বিশেষ ছাড়ের সুবিধা পাবেন না। শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জন সংযোগ আধিকারিক জানান, প্রিমিয়াম ট্রেন বা যে ট্রেনগুলিতে  ফ্লেক্সি ফেয়ার আছে যেমন রাজধানী, শতাব্দী বা বন্দে ভারত এক্সপ্রেস-এর মতো ট্রেনগুলিতে এই ছাড়ের সুবিধা পাওয়া যাবে না। তবে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হল এই ছাড়ের সুবিধা পাওয়া যাবে স্পেশাল ট্রেনগুলিতেও। প্রতিবার পুজো বা বড় উৎসবের আগে রেলের তরফে ভিড় এড়াতে ব্যবস্থা করা হয় স্পেশাল ট্রেনের। এই ট্রেনগুলিতে কোনো ছাড়ের সুবিধা পাওয়া যায় না। কিন্তু উৎসব উপলক্ষে রেলের এই নতুন উদ্যোগে স্পেশাল ট্রেনেও মিলবে এই সুবিধা। যেটা একটা বড় পাওনা বলেই মনে করছেন রেল আধিকারিকরা। তবে পরিষ্কার ভাষায় তাঁরা যে বিষয়টি জানিয়েছেন, কোনও লোকাল ট্রেনের ক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থা বলবত হবে না। 

 

রেলের এক আধিকারিক জানিয়েছেন, মূলত দুর্গাপুজো, ছট ও দেওয়ালি উৎসবে যারা দূরপাল্লার ট্রেনের যাত্রী হবেন তাঁরা সকলেই এই বিশেষ ছাড়ের সুবিধা পেতে চলেছেন। ইতিমধ্যেই প্রতিবারের মতো পুজোয় ভ্রমণের জন্য টিকিট কাটা শুরু হয়ে গিয়েছে। বুকিং শুরু হতে না হতেই নি:শ্বেষ হয়ে গিয়েছে সব টিকিট। বহু মানুষ এখনও ওয়েটিং লিস্ট-এর দিকে তাকিয়ে আছেন এই আশায় যদি তাঁর টিকিটটা কনফার্মড হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে রেল জানিয়েছে, তাঁরা উৎসব উপলক্ষে এবারও স্বীয় সংখ্যায় স্পেশাল ট্রেন ছাড়বেন। যথা সময়ে তার ঘোষণা করা হবে।