আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের অযোধ্যা এখন সকলের কাছে একটি বিশেষ পর্যটনের স্থান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা সেখানে গিয়ে নিজেদের শ্রদ্ধা জানাচ্ছেন। তবে রাম মন্দির দর্শন করতে হলে এবার থেকে আপনাকে জেনে নিতে হবে তার সময়সীমা। নাহলে অসময়ে গিয়ে হতাশ হয়ে সেখানে দাড়িয়ে থাকতে হবে।
উত্তরপ্রদেশ সরকার বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে। তারপর তারা এবিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছেন। এতদিন পর্যন্ত রামলালাকে দর্শন করা যেত সকাল ৭ টা থেকে। তবে এবার সেই নিয়মে চলে এসেছে বড় আপডেট। এবার থেকে রামলালাকে দর্শন করতে হলে সকাল ৬ টা শুরু করে রাত ১০ টা পর্যন্ত সময় পাওয়া যাবে। ফলে রামলালা দর্শনের এই বাড়তি সময় অনেকটাই খুশির পরিবেশ তৈরি করেছে ভক্তদের মধ্যে।
মঙ্গল আরতির সময়তেও করা হয়েছে বিশেষ বদল। এতদিন পর্যন্ত যেখানে সকাল ৪ টে নাগাদ এটি করা হত সেখানে এর সময় পরিবর্তন হয়েছে সকাল ৪ টে ৩০ মিনিটে। পাসাপাশি সিঙ্গার আরতি করা হবে সকাল ৬ টায়। ফলে সকালে এসে সরাসরি আরতি দেখার সুযোগ পাবেন ভক্তরা। রাজভোগ দেওয়া হবে দুপুর ১২ টা নাগাদ। সন্ধে আরতি করা হবে ৭ টা নাগাদ। এরপর দিনের শেষ শয়ন আরতি করা হবে রাত ১০ টা নাগাদ। এটি এতদিন পর্যন্ত ছিল রাত ৯ টা ৩০ মিনিট।
রাম মন্দির যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে এটি ভক্তদের কাছে একটি বিরাট তীর্থক্ষেত্র হিসাবে সামনে এসেছে। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ইতিমধ্যে বিগত ৬ মাসে এখানে ভক্তের সংখ্যা ছিল প্রায় ৩২.৯৮ কোটি। এই সংখ্যা প্রতিদিন ধরে বাড়তে থাকছে। এই রাম মন্দির বহু বছর ধরে আদালতের বিচারাধীন ছিল। সেখান থেকে জিতে এসে তৈরি করা হয়েছে এই মন্দিরকে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে সমস্ত আচার অনুষ্ঠান মেনে এই মন্দিরকে উদ্বোধন করেছেন। তারপর থেকেই ভক্তদের ঢল নেমেছে রাম মন্দিরে।
