আজকাল ওয়েবডেস্ক: ভোপালের ১১ নম্বর এলাকায় অবস্থিত প্রসিদ্ধ কৃষ্ণা ডেয়ারি থেকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দোকানের তালা ভেঙে চোরেরা রাতের অন্ধকারে দোকানে ঢুকে ৫০ কেজি ঘি, একটি এলপিজি সিলিন্ডার এবং রূপার তৈরি শ্রীকৃষ্ণের একটি মূর্তি নিয়ে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে ৭ ও ৮ নভেম্বরের মধ্যবর্তী রাতে। দোকান মালিকের অভিযোগ অনুযায়ী, সকালে দোকান খুলতে এসে তিনি দেখেন তালা ভাঙা এবং বেশ কিছু জিনিসপত্র নিখোঁজ। সঙ্গে সঙ্গে তিনি দোকানে লাগানো সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখেন যে রাতের অন্ধকারে এক ব্যক্তি তালা ভেঙে ভিতরে ঢুকে প্রথমে একটি ঘি'র বস্তা টেনে নিয়ে যাচ্ছে, তারপর গ্যাস সিলিন্ডার এবং শেষে কৃষ্ণমূর্তি চুরি করছে।

তবে দুর্ভাগ্যবশত, সিসিটিভি ফুটেজে অভিযুক্তের মুখ পরিষ্কারভাবে দেখা যায়নি। দোকান মালিক এরপর ঘটনাটি নিয়ে হাবিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন এবং সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং অভিযুক্তের সন্ধানে তদন্ত শুরু হয়েছে। পুলিশ বিভিন্ন সূত্র যাচাই করছে এবং আশেপাশের এলাকার সিসিটিভি ক্যামেরাও পরীক্ষা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এলাকায় এরকম চুরির ঘটনা বেড়ে চলেছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও দোকান বা বাড়িতে চুরির খবর পাওয়া যাচ্ছে, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাতের বেলায় টহলদারি একদমই দেখা যায় না। পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে এই চুরি-ডাকাতি আরও বাড়বে।”

পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, অপরাধীকে দ্রুত শনাক্ত করার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে এবং খুব শিগগিরই অভিযুক্তকে গ্রেপ্তার  করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ভোপালের মতো বড় শহরে একের পর এক এই ধরনের চুরির ঘটনা ঘটতে থাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশাসনের কড়া নজরদারি ও টহলদারি বাড়ানোর দাবি উঠেছে শহরবাসীর মধ্যে।