আজকাল ওয়েবডেস্কঃ দিব্যি কীর্তন চলছিল মেট্রোর বগিতে। আচমকাই পুলিশ চলে এলে গোটা চিত্র পাল্টে যায়। পুলিশ যা করে ওই যাত্রীদের সঙ্গে শুনলে চমকে উঠবেন আপনিও।
রোজই কোনও না কোনও অদ্ভুত ঘটনা ঘটতে দেখা যায় দিল্লি মেট্রোতে। ফের এমন একটি ঘটনা ঘটেছে যা রীতিমতো হাসির খোরাক তৈরি করেছে নেটমাধ্যমে।
মেট্রোর মধ্যে কীর্তন করতে শুরু করেছিল একদল। কেউ ভজন গাইছিল, তো কেউ ঢোল বাজাচ্ছিল। যাত্রীরাও ভক্তি ভরে সেই কীর্তন শুনছিল। এরপর মেট্রোর ওই বগিতে পুলিশ চলে এলে এক নিমেষে গোটা ছবিটাই যেন পাল্টে যায়। ঢোল কর্তাল একপাশে ফেলে রেখে পুলিসের কাছে ক্ষমা চাইতে শুরু করে তাঁরা। সম্প্রতি এই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ইতিমধ্যে ২.৬ লক্ষের বেশি মানুষ ভিডিওটি দেখছেন। এক নেটনাগরিক মজা করে লিখছেন, মাত্র ৩০ টাকায় গোটা কনসার্ট দেখার সুযোগ পেল যাত্রীরা।
