আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি এক নামকরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গিয়েছে তিনজন যুবক একটি গাড়ি করে অন্য তিন যুবতীকে অনুসরণ করছেন। ভিডিওটি  ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার জেরে দেশের মহিলাদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি বেঙ্গালুরুর জনপ্রিয় রমেশ্বরম ক্যাফের কাছে ঘটেছে। ভিডিওতে যুবতী মন্তব্য করে বলেন, 'তারা এখনও আমাদের অনুসরণ করছে। খুব সকালে আমরা উঠে রমেশ্বরম ক্যাফেতে যাই। তারপর আমরা জেপি নগরে হাঁটছিলাম, তখনই বুঝি কয়েকজন যুবক আমাদের পেছন পেছন আসছে। এখন ক্যাফের অনেকটা সামনেও এসে গিয়েছি, তবুও তারা আমাদের পিছু ছাড়ছে না।' 

ঘটনাস্থলে উপস্থিত যুবতীদের একজন,যাঁর ইনস্টাগ্রামে ২০ হাজারেরও বেশি অনুসারী রয়েছে, তিনি বলেন, 'প্রথমে তারা আমাদের পায়ে হেঁটে অনুসরণ করছিল। এরপর ঠিক যখন আমাদের র‍্যাপিডো এসে পৌঁছয়, তারা একটি গাড়ি নিয়ে এসে সামনে দাঁড়ায়। আমরা যখন র‍্যাপিডোতে উঠলাম, তখন তারা সেই গাড়ি দিয়ে আমাদের পিছু নিতে শুরু করে। আমরা অটো ড্রাইভারের সঙ্গে কথা বলার চেষ্টা করি, কিন্তু সে কোনও গুরুত্ব দেয়নি।'

ঘটনার জেরে যুবতীরা ভয়ানক আতঙ্কিত হয়ে পড়ে। জানা গিয়েছে অভিযুক্তরা একটা দীর্ঘ সময় পর্যন্ত যুবতীদের অনুসরণ করে। দীর্ঘ সময় ধরে এমন চলার পর শেষমেশ র‍্যাপিডো যখন ট্রাফিকের কাছে এসে দাঁড়ায় তখন তাঁরা অভিযুক্তদের থেকে মুক্তি পায়৷ 

আরও পড়ুনঃ ভক্তির মাঝেই ভয়াবহ বিষাদ! বারাবাঁকি মহাদেব মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট ও হুড়োহুড়িতে মৃত একাধিক, বেঁচে ফিরে কী বলছেন

আরও পড়ুনঃ মাঝরাতে আচমকা ঘরে জলের তোড়, ঠেকাতে গিয়ে পরিবার শুদ্ধ শেষ, হিমাচলে মাত্র দশ মাসের শিশু পরিবারহারা 

এই ভিডিওটি শেয়ার হওয়ার পর বহু মানুষ তাঁদের মতামত জানিয়েছেন। অনেকে তাঁদের নিজস্ব অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন। একজন মন্তব্যে লিখেছেন, 'এটা গুরগাঁওয়েও সাধারণ ব্যাপার। আমার স্ত্রী এমন অভিজ্ঞতার পরে গুরগাঁওয়ে থাকতে চায়নি। এরপর মুম্বাইয়ে বসবাস করার সিদ্ধান্ত নেয়।'

আরেকজন ব্যবহারকারী মহিলাদের এমন অভিযুক্তদের থেকে সাবধান থাকার পরামর্শ দিয়ে বলেন, 'এমন পরিস্থিতিতে, চেষ্টা করো জনবহুল জায়গায় থাকতে, গোল করে ঘোরো যেন বুঝতে পারো কেউ অনুসরণ করছে কি না। সরাসরি বাড়ি যেও না, কারণ ওরা যেন না জানতে পারে তুমি কোথায় থাকো। যদি দেখ সত্যিই অনুসরণ করছে, তাহলে সরাসরি কোনও পুলিশ স্টেশনে চলে যাও। পুলিশকে জানাও বা না জানাও, বেশিরভাগ সময় পুলিশ স্টেশনে ঢুকলেই তারা পালিয়ে যাবে। তোমরা যে নিরাপদ আছো, তা দেখে ভালো লাগছে। সাবধানে থেকো ও সচেতন থেকো।'

সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাটি শহর ও শহরাঞ্চলে মহিলাদের নিরাপত্তা নিয়ে চলমান উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। অনেকেই এ ধরণের আচরণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন। বর্তমানে এই ঘটনার প্রেক্ষিতে তদন্ত জারি রয়েছে৷

আরও পড়ুনঃ প্রকৃতি উপভোগ করতে চাওয়াই কি হল কাল? পিকনিক করতে গিয়ে এ কী ভয়াবহ পরিণতি দুই যুবকের! জানুন...