আজকাল ওয়েবডেস্ক: ফিরছিলেন গেট-টুগেদার থেকে। অজ্ঞাত বাইক চালকের কাছে লিফট চেয়েছিলেন। অভিযোগ ওই বাইক চালক ধর্ষণ করে তরুণীকে। তরুণীর বয়ানের ভিত্তিতে, পুলিশ ধর্ষনের মামলা দায়ের করেছে।

 

কলকাতার আরজি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল রাজ্য। ঘটনায় আন্দোলন প্রতিবাদ দেশ জুড়ে। তার মাঝেই গত কয়েকদিনে প্রকাশ্যে আসছে দেশের একাধিক জায়গার ভয়াবহ ঘটনা। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের পর এবার বেঙ্গালুরু।

 

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর তেমনটাই। পুলিশ সূত্রে খবর, ওই তরুণী স্নাতক স্তরের শিক্ষার্থী। কোরামঙ্গলার একটি গেট টুগেদার থেকে হেবাগাদ্দিতে নিজের বাড়িতে ফিরছিলেন। রাস্তায় অচেনা এক ব্যক্তির থেকে বাইকের লিফট চান বলে জানতে পেরেছে পুলিশ।

 

 অভিযোগ, ওই অজ্ঞাত ব্যক্তি তাঁকে নির্যাতন, ধর্ষণ করে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নির্যাতিতা এবং তাঁর আত্মীয়দের সঙ্গে কথা বলছে। ৫ দলে ভাগ হয়ে তথ্য জোগাড় করছে পুলিশ। দ্রুত তদন্তের অগ্রগতি এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।