আজকাল ওয়েবডেস্ক: প্রিয়াঙ্কা, বয়স ১৯। কলেজ পড়ুয়া। বেঙ্গালুরুর রাজাজিনগরে নিজের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে তাঁর দেহ। দেহের সঙ্গে একটি চিঠিও উদ্ধার হয়েছে বলে খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে। ২৯ নভেম্বর তাঁর দেহ উদ্ধার হয়। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, চিঠিতে প্রিয়াঙ্কা লিখে গিয়েছেন, তাঁর এক সহপাঠীর কথা শুনে বিপুল টাকার গয়না বিনিয়োগ করেছিলেন। তা আর ফেরত পাননি বহুবার বলার পরেও। বন্ধুর থেকে প্রতারিত হওয়ার পরেই, ওই পড়ুয়া চরম পথ বেছে নেন। 

জানা গিয়েছে, প্রিয়াঙ্কার ওই সহপাঠীর নাম দীগন্ত। দীগন্তই প্রিয়াঙ্কাকে ক্যাসিনোতে বিনিয়োগ করার জন্য রাজি করায়। বন্ধুর কথা শুনে ১৫লক্ষ টাকার গয়না বিনিয়োগ করেন প্রিয়াঙ্কা। কিন্তু তারপর বহুদিন কেটে যাওয়ায়, ফেরত চাইলেও তা আর ফেরত পাননি। প্রিয়াঙ্কা দীগন্তকে বারবার গয়না ফেরত আনার জন্য অনুরোধ করেছিলেন বলেও জানা গিয়েছে। 

ভরত কুমারের অভিযোগের ভিত্তিতে, ১০৮ ধারায় মামলা দায়ের হয়েছে রেজিনগর থানায়। দিনকয়েক আগেই কর্ণাটকের এক ব্যক্তি অনলাইনে প্রতারণার শিকার হয়েছিলেন। সেখানে কয়েকজন নিজেদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন। তাঁর সঙ্গে দেড় কোটির বেশি টাকার প্রতারণা হয় বলে অভিযোগ করেন তিনি।