আজকাল ওয়েবডেস্ক : উত্তরপ্রদেশ মানেই সর্বদা খবরের শিরোনাম। এবার একটি স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন রাখার ফ্রিজে মিলল বিয়ার ক্যান। এই ঘটনার জেরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


যদিও অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু একটি স্বাস্থ্যকেন্দ্রে এই ধরণের ঘটনা কেন হল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। উত্তরপ্রদেশের খুরজা এলাকার এই ঘটনার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপর আর পদক্ষেপ নিতে বেশি সময় নেয়নি প্রশাসন।


যেখানে রোগীর ভ্যাকসিন রাখা হয় সেখানে কেন বিয়ার ক্যান থাকবে তা নিয়ে প্রশ্ন তুলেছে সবাই। স্বাস্থ্য দপ্তর রীতিমতো চাপে পড়ে তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেয়। তবে এই বিষয়ে বিজেপি সরকার ফের চাপে পড়ে যায়।


বিরোধী শিবির একহাতে নিয়েছে যোগী সরকারকে। তারা বলেছে যে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা এই হাল সেখানে কিভাবে রোগীরা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরবে। অন্যদিকে বিজেপি পাল্টা জানিয়েছে দু একটি এমন ঘটনা ঘটেছে। তার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নিয়ে জল ঘোলা করা উচিত নয়।