আজকাল ওয়েবডেস্ক: ধসের জেরে বিপর্যস্ত বদ্রীনাথ যাত্রা। উত্তরাখণ্ডের বদ্রীনাথগামী জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হল ৪৮ ঘন্টা। ফলে হাজার হাজার পুন্যার্থীর কাছে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করা বা নিজেদের হোটেলে ফিরে যাওয়া ছাড়া উপায় নেই। পাতালগঙ্গার কাছে এই ধসের ফলে বদ্রীনাথ যাওয়ার প্রধান রাস্তাই কার্যত বন্ধ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই ধস সরানোর কাজ চলছে। কিন্তু এখনও প্রচুর কাজ বাকি। ফলে আরও বেশ কয়েকদিন এই ধস সরানোর কাজ চলবে বলেই জানিয়েছে প্রশাসন। তবে পুন্যার্থীদের অন্য রাস্তা দিয়ে পায়ে হেঁটে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধসের জেরে বদ্রীনাথ, যোশীমঠ, নীতি, মানা, তপোবন, মালারি, লতা, রাইনি, পান্ডুকেশ্বর এবং হেমকুণ্ড সাহিবে যাওয়া কার্যত বন্ধ হয়ে গেল। ২ হাজারের বেশি পর্যটক এবং পুন্যার্থীকে অন্য পথ ধরে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে।

বর্ডার রোড অর্গানাইজেশনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সড়ক পরিষ্কারের কাজ করা হচ্ছে। ২৪১ টি জেসিবি ব্যবহার করে ধস সরানোর কাজ চলছে। এই নিয়ে উত্তরাখণ্ডে ২৬০ টি রাস্তা ধসের জেরে বন্ধ হয়ে গেল। এই সময় পর্যটক এবং পুন্যার্থীদের সঠিক খেয়াল রাখাই প্রশাসনের প্রধান কাজ।