আজকাল ওয়েবডেস্ক: দলের প্রধান লালু প্রসাদ যাদবের অসুস্থতার কারণে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবকে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) কার্যকরী সভাপতি হিসেবে নিয়োগ করা হতে পারে। আগামী ২৫শে জানুয়ারি নির্ধারিত আরজেডি-র জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
সূত্রের খবর, তেজস্বীকে এই পদে বসানোর বিষয়ে দলের মধ্যে প্রায় সর্বসম্মত সম্মতি রয়েছে। বৈঠকে তাঁকে আরও বেশি সাংগঠনিক ক্ষমতাও অর্পণ করা হবে বলে আশা করা হচ্ছে। রাজ্য ও জাতীয় পর্যায়ে সিনিয়র নেতাদের নতুন দায়িত্ব প্রদান-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সম্প্রতি বিধানসভা নির্বাচনে দলের বহু নেতার বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ উঠেছে। আরজেডির আসন্ন জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও আলোচনায় আসতে পারে।
চিকিৎসকরা লালু প্রসাদকে বিশ্রাম নিতে এবং মানসিক চাপ এড়ানোর পরামর্শ দিয়েছেন। সেই কারণে তিনি সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে সীমিত ভূমিকা পালন করছেন। এই পরিস্থিতিতে, দলের নেতারা মনে করেন যে, সংগঠনের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করার জন্য একজন কার্যকরী সভাপতি নিয়োগ করা অপরিহার্য হয়ে পড়েছে।
তবে ইতিমধ্যেই বিভিন্ন ইস্যুতে তেজস্বী যাদবই, আরজেডি-র বেশিরভাগ বড় সিদ্ধান্ত নিচ্ছেন এবং অনানুষ্ঠানিকভাবে সাংগঠনিক বিষয়গুলোর দায়িত্বে আছেন। কিন্তু, দলের শীর্ষ পদে আনুষ্ঠানিকভাবে না থাকায় তিনি প্রকাশ্যে বেশ কিছু সিদ্ধান্ত ঘোষণা করতে পারেননি। সূত্র জানিয়েছে, দলের মধ্যে তাঁর নেতৃত্ব ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে এবং বিরুদ্ধ গোষ্ঠীর নেতারা ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন।
দলের একজন সিনিয়র নেতা বলেছেন, লালু প্রসাদ চান নেতৃত্ব হস্তান্তর প্রক্রিয়াটি আনুষ্ঠানিক ও পদ্ধতিগতভাবে সম্পন্ন হোক।
লালু প্রসাদ গত ২৮ বছর ধরে আরজেডি-র জাতীয় সভাপতির পদে রয়েছেন। তিনি ১৯৯৭ সালের ৫ই জুলাই প্রথম এই পদে নির্বাচিত হন। ২০২৫ সালের জুনে, তিনি ত্রয়োদশতম বার দলের জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন। ৫ই জুলাই (২০২৫) তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। তাঁর বর্তমান মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত চলবে। উল্লেখ্য,আরজেডি প্রতি তিন বছর অন্তর তাদের জাতীয় সভাপতি নির্বাচন করে।
