আজকাল ওয়েবডেস্ক : ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেপাজত থেকে পালাতে গিয়ে মৃত্যু ঘটল। ঘটনাটি ঘটেছে অসমের নওগাঁ জেলায়। পুলিশ জানিয়েছে প্রধান এই অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু হঠাৎই পুলিশের হাত ছিটকে সে সেখান থেকে পালিয়ে যায়। সোজা গিয়ে লাফ দেয় সামনের একটি পুকুরে। এরপর এসডিআরএফ গিয়ে পুকুরে তল্লাশি করতেই তাঁর দেহ উদ্ধার হয়।
পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ধৃতকে জেরার করার পর তাঁকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। এরপর হঠাৎ সে পুলিশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর সে সোজা গিয়ে ঝাঁপ দেয় সামনের একটি পুকুরে। পরে সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনার জেরে এক পুলিশকর্মী আহত হয়েছেন। কীভাবে এই অভিযুক্ত পালিয়ে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে।
অভিযুক্ত ইতিমধ্যেই পুলিশকে আরও এক অভিযুক্তের বাড়িতে নিয়ে গিয়েছিল। প্রসঙ্গত, শুক্রবার অসমে ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। তিন অভিযুক্তের মধ্যে একজনকে পুলিশ ধরে ফেললেও বাকি দুজন এখনও পলাতক রয়েছে। নাবালিকা কোচিং ক্লাস থেকে পড়া সেরে বাড়ি ফেরার সময় এই ঘটনা ঘটে। তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাঁদের কাউকে রেয়াত করা হবে না। ইতিমধ্যেই পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার এলাকার দোকান, বাজার এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় বাড়তি পুলিশ।
