আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রতিক সময়ে দেশের নানা প্রান্তে নৃশংস ধর্ষনের ঘটনা উঠে আসছে পরপর। কোথাও ধর্ষণের শিকার চিকিৎসক, প্রৌঢ়, কোথাও ছাত্রী, নাবালিকা। গণধর্ষণের অভিযোগে এবার উত্তাল অসম। 

 

ঘটনাস্থল অসমের নগাঁও। অভিযোগ, টিউশন থেকে বাড়ি ফেরার পথে, গণধর্ষণের শিকার নাবালিকা। অভিযোগের তীর ৩ জনের দিকে। বৃহস্পতিবার সেখানকার ধিং এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে। 

 

সে রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘটনায় কড়া পদক্ষেপের কথা বললেও, পথে নেমেছেন অসমের বাসিন্দারা। সমাজের নানা স্তরের বিপুল সংখ্যক মানুষ শুক্রবার সকাল থেকেই অসমের নানা জায়গায় বিক্ষোভ দেখান। ব্যবসায়ীরা প্রতিবাদে দোকান বন্ধ রেখেছেন, দোষীদের কঠোর শাস্তি এবং মহিলাদের সুরক্ষার দাবিতে ফুঁসছেন অসমের মানুষ। রাস্তায় প্রতিবাদের স্বর উঠছে, উই ওয়ান্ট জাস্টিস।

 

শুধু পথে নেমে প্রতিবাদ নয়, বিক্ষোভের আঁচ ছড়িয়েছে সমাজমাধ্যমেও। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত দুই মাসে, এই ঘটনা ছাড়াও, অসম কেবল মহিলাদের উপরই ২২টি অপরাধমূলক ঘটনা ঘটেছে। 

 

বৃহস্পতিবার জানা যায়, কর্ণাটকের চিক্কাবাল্লাপুরমে ৬৫ বছরের এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মহারাষ্ট্রে স্কুলের শৌচালয়ে দুই নার্সারি পড়ুয়ার নির্যাতনের শিকারের ঘটনায় উত্তাল হয়েছে মহারাষ্ট্রও। তার মাঝেই প্রকাশ্যে এসেছে অসমের ঘটনা।