আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার অসম বিধানসভায় পাস হয়ে গেল বিশেষ একটি বিল। এই বিলের ফলে এবার থেকে অসমের মুসলিমদের বিবাহ এবং বিবাহ বিচ্ছেদকে নথিভুক্ত করতে হবে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, এতদিন পর্যন্ত যেভাবে মুসলিমরা বিয়ে করেছিল তাকে এবার সরকারি শীলমোহর পড়ল। এই বিলের ফলে বাল্যবিবাহ অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে।

 

 কোনওভাবেই যাতে মেয়েদের ১৮ বছরের নিচে বিয়ে না হয় সেদিকে নজর দিতেই এই নতুন বিলটি পাস করা হল। এখানেই শেষ নয় এই বিলের পর লাভ জিহাদ রুখতেও অসম সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। যদি আইন কেউ না মানে তবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসেছে অসম সরকার। আর এবার মুসলিম বিবাহ নিয়ে ফের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল অসম সরকার।

 

অসমে এবার থেকে মুসলিমরা বিবাহ নথিভুক্ত করেই তবে বিবাহ করতে পারবেন। শুধু তাই নয়, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রেও এই সমস্ত নিয়ম মানা হবে। বিষয়টি নিয়ে অসম সরকারকে কটাক্ষ করেছে হাত শিবির। কিন্তু তাতে কান না দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, যেভাবে অসমের পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এই আইন কার্যকর না করলে গোটা অসমে বাল্যবিবাহ বাড়ত। ফলে এই আইন দ্রুত নিয়ে আসা হল।