আজকাল ওয়েবডেস্ক: "পুলওয়ামা, পহেলগাঁও হামলা সবই সরকারের ষড়যন্ত্র।" বিতর্কিত মন্তব্য করে গ্রেপ্তার হলেন অসমের বিধায়ক আমিনুল ইসলাম। ধৃত আমিনুল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের বিধায়ক। 

২০১৯ সালের ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলায় শহিদ হন অন্তত ৪০ জন জওয়ান। সেবারও পাক সন্ত্রাসবাদীদের হাত ছিল হামলায়। এবার পহেলগাঁওয়ে ২৬ জন সাধারণ পর্যটকের প্রাণ গিয়েছে। ক্ষোভে ফুটছে গোটা দেশ। এই পরিস্থিতিতে গোটা হামলাকে 'সরকারের ষড়যন্ত্র' বলে মন্তব্য করেন অসমের বদরুদ্দিন আজমলের দলের বিধায়ক আমিনুল। ওই ভিডিওবার্তা ভাইরাল হতেই বড় পদক্ষেপ করল অসমের বিজেপি সরকার। স্বতঃপ্রণোদিত মামলা করে অসম পুলিশ। 

এক্স পোস্টে অসম পুলিশ জানিয়েছে, "বিধায়ক, আমিনুল ইসলামের মন্তব্য জনসমক্ষে ভাইরাল হয়েছিল। যা বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক ছিল। ফলে প্রতিকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। তাই বিধায়কের বিরুদ্ধে ৩৪৭/২৫ ধারা ১৫২/১৯৬/১৯৭(১)/১১৩(৩)/৩৫২/৩৫৩-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে সেই অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে।"

 

?ref_src=twsrc%5Etfw">April 24, 2025

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে এআইইউডিএফ বিধায়কের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ রয়েছে। তিনি বলেছেন, "সন্ত্রাসবাদী হামলার পর যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাকিস্তানকে রক্ষা করার চেষ্টা করছেন তাঁদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। সোশাল মিডিয়ায় বিধায়ক আমিনুল ইসলামের বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে এবং তিনি পাকিস্তানের সমর্থক বলে প্রমাণিত, তাই আমরা মামলা দায়ের করেছি।"