আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুর নিয়ে ফেসবুকে "চিন্তাশীল" পোস্ট দেওয়ায় অশোকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আলি খান মাহমুদাবাদকে গ্রেপ্তার করায় দেশজুড়ে বিতর্ক ছড়িয়েছে। কংগ্রেস এই গ্রেপ্তারকে মোদি সরকারের "দ্বিচারিতা" বলে কটাক্ষ করেছে।

কংগ্রেস নেতা পবন খেরা বলেন, "একজন ইতিহাসবিদ এবং অধ্যাপককে গ্রেপ্তার করা হয়েছে হিংসার বিরোধিতা করার জন্য। অন্যদিকে বিজেপি মন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী সেনাবাহিনীকে অপমান করলেও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।"

হরিয়ানা রাজ্য মহিলা কমিশনের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে মাহমুদাবাদের বিরুদ্ধে কঠোর ধারায় এফআইআর দায়ের করা হয়। রবিবার তাঁকে আদালতে পেশ করে দু’দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

কংগ্রেসের অভিযোগ, সরকারের সমালোচনা করলেই জেলে যেতে হয়, অথচ শাসকদলের নেতারা উস্কানিমূলক মন্তব্য করলেও তাঁরা রক্ষা পান।উল্লেখ্য, মাহমুদাবাদ হলেন প্রাক্তন বিদেশসচিব ও পদ্মভূষণপ্রাপ্ত জগত এস মেহতার নাতি।

অধ্যাপক জানিয়েছেন, তাঁর পোস্টকে ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং তিনি শুধুমাত্র সংবিধানপ্রদত্ত মতপ্রকাশের অধিকার প্রয়োগ করেছেন।