আজকাল ওয়েবডেস্ক: দ্রুত গলছে বরফ। হুহু করে বাড়বে সমুদ্রের জলস্তর। প্রবল আশঙ্কা ঘনাচ্ছে ভারতের একাধিক সৈকত-শহর নিয়েও। বিজ্ঞান এবং গবেষণা বলছে, আন্টার্টিকার ভবিষ্যৎ ভয়াবহ। ডর্টমাউথ কলেজের নেতৃত্বে ৫০ জনের বেশি জলবায়ু বিজ্ঞানীরা এই গবেষণা চালিয়েছেন। গবেষণা বলছে, ২১০০ সালের পর আন্টার্টিকার বরফ গলবে দ্রুত হারে। 

আর্থস ফিউচার জার্নালে প্রকাশিত এই গবেষণাটি জানাচ্ছে, কীভাবে আগামী ৩০০ বছরের মধ্যে কার্বল বরফের স্তরকে দ্রুত গলিয়ে দেবে। মনে করা হচ্ছে, ২২০০ সালের মধ্যে বিশ্বে সমদ্রপৃষ্ঠ বাড়তে পারে ৫.৫ ফুট। 

এই জলস্তর বৃদ্ধির প্রভাব পড়বে এই দেশের একাধিক সৈকত শহরের উপর। বিজ্ঞানীরা বলছেন, মুম্বই-সহ দেশের একাধিক বড় শহর বিপুল ক্ষতিগ্রস্ত হবে, জলের তলায় যাবে অনেক অংশ। 

এই শহরগুলির মধ্যে অন্যতম চেন্নাই। নাসা-র বিজ্ঞানীরা বলছেন, ২১০০ সালের মধ্যে চেন্নাই ১.৮৭ ফুট জলের তলায় চলে যেতে পারে।

মুম্বইয়ের অর্ধেক অংশই জলের তলায় চলে যাবে বলে আশঙ্কা।

২১০০ সালের শেষের দিকে বিশাখাপত্তনম ১.৭৭ ফুট জলের তলায় তলিয়ে যেতে পারে।

 ২.৩২ ফুট জলের তলায় তলিয়ে যাবে কোচি শহরও।

শতাব্দী শেষে, জলের তলায় ভেসে যেতে পারে তুতিকোরিনের বড় অংশ।