আজকাল ওয়েবডেস্ক: বাস ভর্তি কলেজ পড়ুয়া। স্টিয়ারিংয়ে হাত রেখেই বুকে ব্যথা অনুভব করেছিলেন বৃদ্ধ বাস চালক। অঘটনের আশঙ্কা থেকেই রাস্তার একধারে বাসটি থামান। নিমেষের মধ্যে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। মৃত্যুর আগে কলেজ পড়ুয়াদের প্রাণ বাঁচান ওই বৃদ্ধ চালক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ড. বিআর আম্বেদকর কোণাসীমা জেলায়। হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই মৃত্যু হয়েছে এক বৃদ্ধ বাস চালকের। মৃতের নাম, দেন্দুকোরি নারায়াণা রাজু। ওই বাসটিতে ৫০ জন কলেজ পড়ুয়া ছিলেন। বাস চালকের বুদ্ধিতেই ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তাঁরা।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। রাজা মহেন্দ্রভরম গেটস ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়াদের নিয়ে বাসটি চালাচ্ছিলেন ওই বৃদ্ধ। আলামুরু মণ্ডলের মাদিকীর কাছেই আচমকা অসুস্থ বোধ করেন। জাতীয় সড়কে বাস চালাতে চালাতে শারীরিক অস্বস্তি হতেই তড়িঘড়ি করে তিনি বাসটি একপাশে থামিয়ে দেন। তখনই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন তিনি।
কলেজ পড়ুয়ারা বাস চালকের অসুস্থতা টের পেয়েই হাইওয়ে পুলিশকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বৃদ্ধ বাস চালককে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধ বাস চালকের মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া গোটা কলেজে। অসুস্থতার মাঝেও যেভাবে ৫০ কলেজ পড়ুয়ার প্রাণ বাঁচিয়েছেন, তা ঘিরেও অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
প্রসঙ্গত , গত বছর জানুয়ারি মাসে এমন আরেকটি ঘটনা ঘটেছিল। বাস চালাতে চালাতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন চালক। তবে বুকে তীব্র যন্ত্রণা হতেই রাস্তার একধারে বাস থামিয়ে দিয়েছিলেন তিনি। এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন। চালকের এমন কীর্তিতে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বাংলার ৬০ জন পর্যটক।মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ওড়িশার বালেশ্বরে। বাসটিতে বাংলার ৬০ জন পর্যটক ছিলেন। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার পথে মাঝ রাস্তায় বাসের মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় চালকের। রাস্তার একধারে বাসটি থামিয়েই লুটিয়ে পড়েন চালক। স্থানীয়দের ডেকে চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান পর্যটকরা। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
চলতি বছর সেপ্টেম্বরে এমন আরেকটি ঘটনা ঘটেছিল। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় চাঞ্চল্যকর এক ঘটনা। স্কুলবাস চালকের হঠাৎ হার্ট অ্যাটাক। আর তাতেই এক ভয়াবহ দুর্ঘটনার মুখ থেকে অল্পের জন্য রক্ষা পেলেন প্রায় ৩০ জন ছাত্রছাত্রী।
স্কুলবাসটি রামাবরাপাডু থেকে গুনাডালার দিকে যাচ্ছিল। এমন সময়েমাঝপথে হঠাৎ বাসচালকের শরীর খারাপ হয়ে যায়। স্টিয়ারিংয়ের উপরেই লুটিয়ে পড়েন তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি বাইক ও রোড ডিভাইডারে ধাক্কা মারে।
দুর্ঘটনার পরে ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মিলে সঙ্গে সঙ্গে চালককে বাস থেকে নামিয়ে সিপিআর (CPR) দেওয়া শুরু করেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।
ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, বাসের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে আছেন চালক, আর তাঁকে ঘিরে রয়েছেন একাধিক মানুষ৷ স্থানীয়রা ছুটে এসেছেন সাহায্যের উদ্দেশে। প্রত্যেকেই অসুস্থ চালককে CPR দিয়ে প্রাণ ফেরানোর মরিয়া চেষ্টা করে চলেছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন বাইক আরোহী এবং পেছনে বসা আরও একজন।
