আজকাল ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার আদোনির একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়েই হুলসস্থূল কাণ্ড। ওই ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, বিজেপি বিধায়ক পিভি পার্থসারথি একটি জনসভায় একজন দলিত পঞ্চায়েত প্রধানকে তাঁর জাত জানার পর মঞ্চে উঠতে না দিয়ে অপমান করছেন।
১৬ জুনের ওই ভিডিওটিতে পার্থসারথিকে তাঁর নির্বাচনী এলাকায় একটি জনসমাবেশের ভাষণ দিতে দেখা যাচ্ছে।
অনুষ্ঠান চলাকালীন, বিধায়ককে ভিড়ের মধ্যে একজন গ্রামপঞ্চায়েত ডেকে বলতে দেখা যাচ্ছে, "আরে গ্রামপ্রধান, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি এখানে আসুন।"
বিধায়কের ডাকে দ্বিধাগ্রস্ত গ্রাম পঞ্চায়েত প্রধান। তখন বিধায়ককে জিজ্ঞাসা করতে শোনা যায়, "তিনি কি খ্রিস্টান?"
এরপরই দেকা যাচ্ছে বিদায়কের পাশে দাঁড়িয়ে থাকা তেলুগু দেশম পার্টির (টিডিপি) একজন নেতা উত্তর দেন, "তিনি তফসিলি জাতি (এসসি), স্যার।" এর পরে, বিজেপি বিধায়ক এবং টিডিপি নেতা উভয়েই মঞ্চের সামনের মাটির দিকে ইশারা করে পঞ্চায়েত প্রধানকে দাঁড়িয়ে থাকতে নির্দেশ দেন। বিজেপি বিধায়ক পিভি পার্থসারথি মাইক হাতে বলতে শোনা যাচ্ছে, “ঠিক আছে, তাহলে এখানে এসে দাঁড়াও।” তাতেই ওই পঞ্চায়েত প্রধান রাজি হন।
এই কথোপকথনের সময় টিডিপি নেত্রীকে বারবার ক্যামেরা থেকে মুখ ঢেকে থাকতে দেখা যায়।
#Casteism MLA: Hey Sarpanch, come up on stage… why aren’t you coming ?
— The Dalit Voice (@ambedkariteIND)
TDP leader: "Sir, he’s SC."
MLA: "Oh, SC ha? Okay… stand there."
MLA Parthasarathi publicly humiliated a Dalit sarpanch because of his caste. pic.twitter.com/jZI5hAh6twTweet by @ambedkariteIND
ভিডিওটি ঘিরকে নিন্দার ঝড়। অনেকে ঘটনাটিকে জাতি-বৈষম্যবাদ এবং অপমানজনক বলে অভিহিত করেছেন। বেশ কয়েকজন নেটিজেন জনসমক্ষে নেতাদের শরীরী ভাষা এবং অঙ্গভঙ্গিকে গভীরভাবে অসম্মানজনক বলে উল্লেখ করেছেন। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, “দলিত সরপঞ্চকে অপমানকারী জাতি-বৈষম্যবাদী নেতাকে, নাকি ওই প্রধানকে, যিনি নীরব থেকে ক্ষমতাকে মর্যাদার চেয়ে মূল্যবান বলে মনে করেছিলেন, দোষারোপ করবেন কাকে? এই নীরবতা কি দলিত, মুসলিম এবং প্রান্তিকদের প্রতিদিনের অপমানকে উৎসাহিত করে না?”
অন্য একজন লিখেছেন, “একজন বিজেপি বিধায়ক প্রকাশ্যে একজন দলিত পঞ্চায়েত প্রধানকে ‘ও তফসিলি জাতি জাতির?’ বলে অবমাননা করছেন, এটি কোনও ভুল নয়। এটি জাতির শ্রেষ্ঠত্বের আসল চেহারা তুলে ধরে মাত্র।”
