আজকাল ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে জানিয়েছে, একজন রূপান্তরিত নারী যদি হেটেরোসেক্সুয়াল বিয়েতে থাকেন, তাহলে তিনি ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় (নারীর প্রতি স্বামী বা তার আত্মীয়ের নিষ্ঠুরতা) অভিযোগ দায়েরের অধিকার রাখেন। বিচারপতি ভেঙ্কট জ্যোতির্ময়ী প্রতাপা এই রায়ে বলেন, "একজন রূপান্তরিত নারী, যিনি হেটেরোসেক্সুয়াল বিয়েতে রয়েছেন, তিনিও ৪৯৮এ ধারার সুরক্ষা পাওয়ার অধিকারী।"

আদালত জানায়, নারীত্বকে শুধুমাত্র জৈবিক প্রজননের ক্ষমতার ভিত্তিতে বিচার করা সাংবিধানিক মর্যাদার পরিপন্থী। এই মামলায় অভিযোগকারী পোকালা সভানা জানান, ২০১৯ সালে হায়দরাবাদের আর্য সমাজ মন্দিরে তাঁর স্বামী বিশ্বনাথন কৃষ্ণমূর্তি তাঁকে বিয়ে করেন, রূপান্তরিত নারী জেনেই। অভিযোগ, বিয়ের পরে স্বামী তাঁকে ফেলে দেন এবং অশ্লীল বার্তা পাঠান।

তবে আদালত জানায়, নির্দিষ্ট প্রমাণের অভাবে এবং অভিযোগের অস্পষ্টতায় স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালিয়ে যাওয়া আইন ব্যবস্থার অপব্যবহার হবে। তাই মামলাটি খারিজ করা হয়। আদালত এও স্পষ্ট করে দেয়, রূপান্তরিত নারীর আত্মপরিচয়কে স্বীকৃতি দিতে হবে এবং আইনের সুরক্ষা তাঁদের জন্যও প্রযোজ্য। এই রায় দেশের ট্রান্সজেন্ডার অধিকার আন্দোলনের এক বড় জয় হিসেবে ধরা হচ্ছে।