আজকাল ওয়েবডেস্ক:  উত্তরপ্রদেশের জেল প্রশাসন ৭৫টি জেলে বন্দীদের জন্য মহাকুম্ভের সঙ্গম থেকে জল আনার ব্যবস্থা করেছে। জেল মন্ত্রী দারা সিং চৌহান লখনউ জেলে এই উদ্যোগ তদারকি করে বলেন, "বিশ্বের মানুষ সঙ্গমে যেতে পারে, কিন্তু আমাদের বন্দীরা যেতে পারেন না। তাই আমরা জেলেই বন্দীদের জন্য সঙ্গমের পবিত্র জল এনে দিয়েছি।" 

 

জেল বিভাগীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বর্তমানে ৯০,০০০ এরও বেশি বন্দী ৭৫টি জেলে বন্দী আছেন, যার মধ্যে সাতটি কেন্দ্রীয় কারাগার।

কারাগারের মহাপরিচালক পি.ভি. রামসাস্ত্রি জানান, "বন্দীরা পবিত্র জলে স্নান করে প্রার্থনা করেছেন। সঙ্গম থেকে আনা জল সাধারণ জলের সাথে মিশিয়ে জেলগুলোতে ছোট ট্যাংকে রাখা হয়েছে। বন্দীরা সেই জল দিয়ে স্নান করে তাঁদের আধ্যাত্মিক পিপাসা মিটিয়েছেন"।

প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা, যা ২৬ ফেব্রুয়ারি শেষ হবে।

?ref_src=twsrc%5Etfw">February 21, 2025