আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জম্মু-কাশ্মীর সফরের আগে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। শনিবার শ্রীনগরের নিজ বাসভবনে গৃহবন্দি করা হয় হুরিয়ত নেতা মীরওয়াইজ উমর ফারুককে। রবিবার কোরআন গবেষণা ইনস্টিটিউটের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।
এছাড়াও বারামুলা, শোপিয়ান, অনন্তনাগ এবং কুলগাম জেলায় শতাধিক ব্যক্তিকে পুলিশে ডেকে “বাউন্ড ডাউন” করা হয়েছে। এদের মধ্যে কেউ কেউ ২০০৮-২০১৮ সালের মধ্যে পাথর ছোঁড়া আন্দোলন ও বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে পুলিশের দাবি। অনেকের বিরুদ্ধে মামলায় জামিন মিললেও এখনও হয়রানি বন্ধ হয়নি বলে অভিযোগ।
জানা গেছে, শাহ জম্মুতে উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন। কাথুয়ায় সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় পুলিশ ও সাধারণ মানুষের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতি আরও কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।
পুলিশের দাবি, যাদের ডেকে পাঠানো হয়েছে, তারা অতীতে অশান্তি সৃষ্টিতে জড়িত ছিলেন। তবে মানবাধিকার কর্মীদের মতে, বিচার ছাড়াই এই ধরনের পদক্ষেপ নাগরিক অধিকার লঙ্ঘনের শামিল।
