আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য হিন্দু দেবদেবী নিয়ে। আর এই অভিযোগে গ্রেফতার এক। ঘটনাটি ঘটেছে আমেঠিতে।
পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যক্তির বয়স ২৬ বছর। নাম বিকাশ মৌর্য। তাঁর নামে অভিযোগ করেছেন, কুরাং -এর বাসিন্দা প্রদীপ কুমার সিং। তিনি করনি সেনার জাতীয় সম্পাদক পদে রয়েছেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই রবিবার গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে।
প্রদীপ কুমার সিং শনিবার মুন্সিগঞ্জ থানায় অভিযোগে জানিয়ে বলেন, স্থানীয় বিকাশ মৌর্য হিন্দু দেবতাদের বিরুদ্ধে "অশ্লীল এবং অসাংবিধানিক" মন্তব্য করেছেন, যা তাঁর সম্প্রদায়ের সদস্যদের অনুভূতিতে আঘাত করেছে। তাঁর বিরুদ্ধে যেন পদক্ষেপ নেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতেই সেখানকার দায়িত্বপ্রাপ্ত অফিসার প্রেম চাঁদ মৌর্যকে বিএনএস-এর ২৯৯ ধারায় মামলা দায়ের করে। এই ধারার অধীনে রয়েছে যে কোনও ধর্মের বিরুদ্ধে অবমাননাকর শব্দ ব্যবহার করা। পরেরদিন রবিবার আদারু বাজারের কাছ থেকে গ্রেপ্তার করা হয় বিকাশ মৌর্যকে। গ্রেপ্তারের খবর ছড়াতেই নিন্দা জানিয়েছে সেখানের নাগরিক সমাজের একাংশ।
