আজকাল ওয়েবডেস্ক: অনেক ভারতীয় যখন উন্নত জীবনের জন্য বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখেন, তখন মার্কিন ইনফ্লুয়েন্সার ক্রিস্টেন ফিশার তাঁর দেশ ছেড়ে ভারতে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। এই কন্টেন্ট নির্মাতা তাঁর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর দৈনন্দিন জীবন এবং অভিজ্ঞতা এখানে শেয়ার করেন। সম্প্রতি, তিনি সহজ ভাষায় ব্যাখ্যা করে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছেন যে কেন ভারতীয় রুপি আসলে আমেরিকায় মার্কিন ডলারের চেয়ে ভারতে বেশি জিনিস কিনতে পারে। তাঁর যুক্তিসঙ্গত ব্যাখ্যা অনেককে বুঝতে সাহায্য করেছে যে কেন ডলার শক্তিশালী মনে হলেও ভারতে বসবাস করা অনেক সাশ্রয়ী হতে পারে। ক্রিস্টেন ফিশার এবং তাঁর স্বামী দু’জনেই ওয়েব ডেভেলপার। চার বছর আগে তাঁরা ভারতে চলে আসেন।

ইনস্টাগ্রাম ভিডিওতে, ফিশার ব্যাখ্যা করেছেন, “রুপি কি সত্যিই ডলারের চেয়ে ভাল? যখনই আমি ভারতে বসবাসের জন্য কতটা সাশ্রয়ী তা নিয়ে কথা বলি, তখনই আমি সর্বদা ক্রয় ক্ষমতা সম্পর্কে প্রশ্নের মুখোমুখি হই এবং ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনা করা কতটা অন্যায্য। ক্রয় ক্ষমতা সমতা হল একটি মুদ্রা অন্য দেশের মুদ্রার তুলনায় তার নিজের দেশে কতটা কিনতে পারে তার একটি আপেক্ষিক তুলনা।”

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Kristen Fischer (@kristenfischer3)