আজকাল ওয়েবডেস্ক: অভিনব উদ্যোগ নিয়ে এল অনলাইন ডেলিভারি অ্যাপ ব্লিঙ্ক ইট। সাধারণত ১০ মিনিটের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে সিদ্ধহস্ত এই সংস্থার কর্মীরা। এবার এই নয়া উদ্যোগ অন্য উচ্চতায় নিয়ে যাবে ব্লিঙ্ক ইটকে। দেশে রোগ সংক্রান্ত সাহায্যের সমস্যা কমানোর জন্য সংস্থার সিইও আলবিন্দর ধিন্ডসা বৃহস্পতিবার একটি বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ব্লিঙ্ক ইট অ্যাপে এবার থেকে ১০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স বুক করা যাবে। দ্রুত এবং নির্ভরযোগ্য অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করার লক্ষ্যে ব্লিঙ্ক ইট ইতিমধ্যেই প্রথম পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার থেকে গুরগাঁওয়ে পাঁচটি অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে।

 

 

জানানো হয়েছে, অ্যাপের মাধ্যমেই গ্রাহকরা বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বুক করতে পারবেন। পরবর্তী সময়ে এই পরিষেবা দেশের অন্যান্য অঞ্চলে সম্প্রসারিত হবে। ব্লিঙ্ক ইটের এই অ্যাম্বুলেন্সে প্রাথমিক চিকিৎসার সমস্ত সুযোগ সুবিধা থাকবে। এর মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, স্ট্রেচার, মনিটর, সাকশন মেশিন, প্রয়োজনীয় জরুরি ওষুধ এবং ইনজেকশন। প্রতিটি অ্যাম্বুলেন্সে একজন প্যারামেডিক, একজন সহকারী এবং একজন প্রশিক্ষিত চালক থাকবেন। সংস্থার সিইও জানিয়েছেন, অত্যন্ত কম খরচে এই পরিষেবা গ্রাহকদের জন্য উপলব্ধ হবে। এর লক্ষ্য লাভ করা নয়। জানা গিয়েছে, আগামী দু’বছরের মধ্যে ব্লিঙ্ক ইটের পরিকল্পনা রয়েছে দেশের প্রধান শহরগুলিতে এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার।