আজকাল ওয়েবডেস্ক: চকোলেট খাওয়ার জন্য টাকা চেয়েছিল খুদে মেয়ে। শুনেই চটে গেল বাবা। সঙ্গে সঙ্গে মেয়ের গলায় শাড়ি পেঁচিয়ে ধরল। পরক্ষণেই মৃত্যুর কোলে ঢোলে পড়ল চার বছরের সন্তান। নৃশংস ঘটনাটি ঘিরে ব্যাপক শোরগোল ছড়িয়েছে মহারাষ্ট্রে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের লাতুর জেলায়। পুলিশ জানিয়েছে, রবিবার লাতুর জেলার উদগির তালুকে ঘটনাটি ঘটে। অভিযুক্ত বালাজি রাঠোর মাদকাসক্ত। সেদিন মত্ত অবস্থায় ছিল। বাড়িতে ছিলেন না স্ত্রী। আরুষী নামের চার বছরের খুদে চকোলেট খাওয়ার জন্য আবদার করেছিল। চকোলেট কেনার জন্য টাকা চেয়েছিল। এর জেরেই মত্ত অবস্থায় তাকে খুন করে বাবা। 

জানা গেছে, সেদিন রাগের মাথায় মেয়ের গলায় স্ত্রীর শাড়ি পেঁচিয়ে ধরেছিল ওই ব্যক্তি। শ্বাসরোধ করে খুনের পর, নিজেই প্রতিবেশীদের জানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। মেয়ের মৃত্যুর পর স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বালাজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

স্ত্রী আরও জানিয়েছেন, বালাজি নিত্যদিন মদ্যপান করেন। যা ঘিরে সংসারেও তুমুল অশান্তি হত। এমনকী মত্ত অবস্থায় স্ত্রীকে মারধরও করত। মাদকাসক্ত স্বামীর আচরণে অতিষ্ঠ হয়ে সংসার ছেড়ে বাবার বাড়িতে থাকেন যুবতী। দিন কয়েক বাবার কাছে গিয়েছিল মেয়ে। সেখানে গিয়েই মর্মান্তিক পরিণতি হল তার। স্বামীর কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি।