আজকাল ওয়েবডেস্ক: বিমান দুর্ঘটনায় মৃত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মাঝারি মাপের চার্টার্ড বিমানে মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন অজিত পাওয়ার। বারামতী বিমানবন্দরে অবতরণের সময়েই ভেঙে পড়ে বিমানটি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সেটি ছিল লিয়ারজেট ৪৫ মডেল–এর ‘ভিটি–এসএসকে’ বিমান। বম্বার্ডিয়ার এরোস্পেস সংস্থার তৈরি এই বিমানটিই বুধবার সকালে ভেঙে পড়ে বারামতীতে।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া। প্রধানমন্ত্র নরেন্দ্র মোদি থেকে অনেক নেতা ও মন্ত্রীই শোকজ্ঞাপন করেছেন।
অজিত রেখে গেলেন কোটি কোটি টাকার সম্পত্তি। নির্বাচন কমিশনে শেষ দেওয়া হলফনামায় অজিত জানিয়েছিলেন, তাঁর প্রায় ১২৪ কোটি টাকার সম্পত্তি রয়েছে। পাশাপাশি দেনা রয়েছে প্রায় ২১ কোটি ৩৯ লক্ষ টাকা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।
পাশাপাশি অজিতের রয়েছে চারটি বাড়ি। যার মধ্যে দুটির মূল্য প্রায় ৩ কোটি টাকা। একটির মূল্য ২ কোটি। অপরটির প্রায় ৯০ লাখ। অজিতের স্ত্রী সুনেত্রা পাওয়ারের নামে রয়েছে চারটি ফ্ল্যাট। যার সম্মিলিত মূল্য ২২ কোটি টাকা। এর পাশাপাশি স্বামী–স্ত্রী একাধিক জমির মালিক। সেই কৃষি জমির মূল্য প্রায় ১৩ কোটি ২১ লক্ষ টাকা। এর বাইরে অকৃষি জমির মূল্য প্রায় ৩৭ কোটি টাকা। অজিত পাওয়ার পরিবারের একটি বাণিজ্যিক ভবনও রয়েছে। যেটির মূল্য আনুমানিক ১১ কোটি টাকা।
দেনা বাদে অজিত পাওয়ারের সম্পত্তির মূল্য প্রায় ১০৩ কোটি ১৬ লক্ষ টাকা। ২০২৪ সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর তাঁর স্থাবর সম্পত্তি আরও আট কোটি টাকা বেড়েছে। অস্থাবর সম্পত্তির পরিমাণ বেড়েছে ৩৭ কোটি টাকার মতো।
জমি, বাড়ি ছাড়াও অজিতের সম্পদের তালিকায় রয়েছে ট্রাক্টর, স্থায়ী আমানত, শেয়ার ও বন্ড। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে তাঁর ঘোষিত সম্পদের পরিমাণ প্রায় ১০ কোটি টাকা বেড়েছে।
অন্যদিকে রাজ্যসভার সাংসদ সুনেত্রা পাওয়ারের স্থাবর সম্পত্তির পরিমাণ ২০২৪ মহারাষ্ট্র বিধানসভা ভোটের সময় ছিল ১৪ কোটি ৫০ লক্ষ টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৫৮ কোটি ৪০ লক্ষ টাকা। যদিও এই বিপুল পরিমাণ সম্পত্তি নিয়ে আদালতে মামলাও রয়েছে একাধিক।
