আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনার শিকার আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই-১৭১। পুলিশ সূত্রে খবর, মৃত্যু হয়েছে অন্তত ২৪১ জন যাত্রীর। সেই সংখ্যাটা আরও এক বাড়তে পারত। না বাড়ার পিছনে কারণ হল ১০ মিনিট। জানা গিয়েছে, মাত্র ১০ মিনিট দেরি হওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার ওই বিমান ধরতে পারেননি ভূমি চৌহান নামে এক মহিলা। আর সেই ১০ মিনিটই তাঁকে দিল নতুন জীবন। সামান্য ‘দেরি’ই বর্তমানে তাঁর কাছে ঈশ্বরের আশীর্বাদ। নির্ধারিত সময়ে আসলে এদিন ওই বিমানেই থাকতেন ভূমি। উড়ানের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি সোজা নিচের দিকে নামতে শুরু করে। ঘনবসতিপূর্ণ অঞ্চলে ক্র্যাশ করে বিরাট বিস্ফোরণ ঘটে এলাকায়।
জানা গিয়েছে, একটি মেডিক্যাল কলেজের হোস্টেলের ওপর পড়ায় সেখানেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। রিপাবলিক টিভির প্রতিবেদন অনুযায়ী, ভূমি চৌহান নামের ওই মহিলা ঘটনার খবর শোনার পর থেকেই কথা বলার মতো অবস্থায় নেই। তিনি জানিয়েছেন, বিমানের এত সংখ্যক যাত্রী প্রাণ হারিয়েছেন শোনার পর থেকেই তিনি কাঁপছেন। ওই মহিলা যাত্রীর কথায়, ‘আমার শরীর থরথর করে কাঁপছে। কথা বলতে পারছি না। আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছি। এমনকি, মাথাও কাজ করছে না’। তিনি জানান, ‘ট্রাফিকের কারণে কিছুটা দেরি হয়েছিল তাঁর। দুপুর দেড়টা নাগাদ সময় সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে চলে যান, যেহেতু তাঁর বোর্ডিংয়ের সময় পেরিয়ে গিয়েছিল।
এয়ার ইন্ডিয়ার বিমানটি দুপুর ১:৩৮ নাগাদ উড়ে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই বিমানবন্দরের কাছে একটি ঘনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ে’। ভূমি আরও জানান, ‘আমি ভগবানের কাছে কৃতজ্ঞ। আমাকে গণপতি বাপ্পা আমাকে রক্ষা করেছেন’। জানা গিয়েছে, ওই বিমানে একাই লন্ডনে ফেরার কথা ছিল ভূমির। স্বামীর সঙ্গে লন্ডনে থাকেন ভূমি। দীর্ঘ দু’বছর পর ভারতে ছুটি কাটাতে এসেছিলেন তিনি। জানালেন, ‘মাত্র ১০ মিনিটের জন্য আমি ফ্লাইটটা মিস করলাম। আমি জানি না কীভাবে এই অনুভূতিটা বোঝাব’। এই দুর্ঘটনা বোয়িং কোম্পানির ৭৮৭ ড্রিমলাইনার বিমানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনার মধ্যে অন্যতম। ১২ বছর পুরনো বিমানটি এদিন দিল্লি থেকে উড়ে আহমেদাবাদ এসেছিল কয়েক ঘণ্টা আগে। জানা গিয়েছে, উড়ানের পর মাত্র ৬২৫ ফুট উচ্চতায় পৌঁছেছিল বিমানটি। এরপরই হঠাৎই তা নিচের দিকে নামতে শুরু করে। মাটিতে ধাক্কা খাওয়ার পরই বিরাট বিস্ফোরণ ঘটে। ঘটনায় নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে টাটা গ্রুপ।
