আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদ বিমান দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। ভয়াবহ দুর্ঘটনা নিয়ে একাধিক তথ্য সামনে এলেও সঠিক কারণ প্রকাশ্যে আসেনি এখনও। আশা ব্ল্যাক বক্স। সেখান থেকেই একমাত্র মিলতে পারে শেষ মুহূর্তে তথ্য, যা মোড় ঘোরাতে পারে যাবতীয় ঘটনার। দুর্ঘটনার ২৮ ঘণ্টা পর কমলা রঙের ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে।

দুর্ঘটনার পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু জানিয়েছিলেন, উদ্ধারকৃত ব্ল্যাক বক্সের ডেটা বিশ্লেষণ করা  হবে। নাম ব্ল্যাক বক্স হলেও এটি উজ্জ্বল কালো রঙের বানানোর অন্যতম কারণই হল, যাতে এটী দুর্ঘটনা স্থলের মাঝে সহজে নজরে আসে। 

তবে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, ব্ল্যাক বক্সও নাকি ক্ষতিগ্রস্ত। আর ঠিক সেই কারণেই ব্ল্যাক বক্স এবার পাঠানো হবে আমেরিকায়।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের ব্ল্যাক বক্স ক্ষতিগ্রস্ত। তথ্য সংগ্রহের কারণে এবার ব্ল্যাকবক্স পাঠানো হবে বিদেশে। 

'ব্ল্যাক বক্স'-এ কী রয়েছে? এতে থাকে মূলত দুটি ডিভাইস- ককপিট ভয়েস রেকর্ডার বা সিভিআর এবং ফ্লাইট ডেটা রেকর্ডার বা এফডিআর। ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বিমান থেকে উদ্ধার করা 'ব্ল্যাক বক্স'টি খতিয়ে দেখার জন্য ওয়াশিংটন ডিসির জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ডে পাঠানো হতে পারে বলে খবর সূত্রের।

 'ব্ল্যাক বক্স'টি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হলে, সমস্ত প্রোটোকল অনুসরণ করা হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য ভারতীয় কর্মকর্তাদের একটি দল ব্ল্যাক বক্সের থাকবে ব্ল্যাক বক্সের সঙ্গেই।  

১২ জুনের দুর্ঘটনার পর, এখনও পর্যন্ত ২৭০জনের বেশি মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। বিমানের যাত্রী, কর্মী-সহ মেডিক্যাল কলীর যে ভবনের উপর বিমানটি ভেঙে পড়ে, ওই ছাত্রাবাসের বহু পড়ুয়া-কর্মীর মৃত্যু হয় দুর্ঘটনায়। দেহ ঝলসে যাওয়ায় শনাক্ত করার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ।