আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১:১৭ নাগাদ উড়ান নেওয়ার মাত্র ২১ মিনিটের মধ্যেই দুর্ঘটনার মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান। গন্তব্য ছিল লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-এর তরফে জানানো হয়েছে, বিমানটির পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর। দু’জনের সম্মিলিত উড়ানের অভিজ্ঞতা ছিল ৯,৩০০ ঘণ্টা। তার মধ্যে ক্যাপ্টেন সবরওয়ালের ৮,২০০ ঘণ্টা এবং কুন্দরের অভিজ্ঞতা ছিল ১,১০০ ঘণ্টা।
ডিজিসিএ-এর রিপোর্ট অনুযায়ী, উড়ানের সময় মাত্র ৬২৫ ফুট উচ্চতা থেকে প্রতি মিনিটে ৪৭৫ ফুট হারে নিচে নামতে শুরু করে বিমানটি। পাইলটদের হাতে প্রতিক্রিয়া জানানোর জন্য ছিল মাত্র এক মিনিটেরও কম সময়। জানা গিয়েছে, উড়ানের সামান্য সময়ের মধ্যেই বিমানটি একটি মেডিক্যাল কলেজের হোস্টেলের ওপর ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে ইতিমধ্যেই উদ্ধার ও ত্রাণকার্য শুরু হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে ডিজিসিএ। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রায় ২৫০জনকে নিয়ে ওই বিমানটি ভেঙে পড়ে একটি বাড়ির উপর। টুকরো টুকরো হয়ে যায় বিমানটি। জ্বলে গিয়েছে ওই বাড়িটি, আশেপাশের বাড়িতে, গাড়িতে এমনকী গাছেও আগুন ধরে যায় বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার ফলে আশেপাশের বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহুদূর থেকে দেখা যাচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলী।
আপাতত দুর্ঘটনাস্থলের আশপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। চলছে উদ্ধারকাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সাথে দুর্ঘটনার বিষয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী দুই মন্ত্রীকে আহমেদাবাদে গিয়ে ক্ষতিগ্রস্তদের সকল সম্ভাব্য সহায়তা প্রদান নিশ্চিত করতে বলেছেন। দুর্ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বলেছেন। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু শীঘ্রই আহমেদাবাদে দুর্ঘটনাস্থলে পৌঁছবেন।
