আজকাল ওয়েবডেস্ক: বিপদ কাটছেই না এয়ার ইন্ডিয়ার। আহমেদাবাদের দুর্ঘটনার পর থেকেই, প্রায় দিনই কোনও না কোনও সমস্যার মুখোমুখি হচ্ছে এই সংস্থার বিমান। পরিস্থিতি বিচারে কোথাও বিমান বিলম্ব ঘণ্টার পর ঘণ্টা, কোথাও মাঝপথ থেকেই ঘুরছেন চালক।

 

ফের একই পরিস্থিতি। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে, ঘটনা শুক্রবারের। মুম্বই থেকে চেন্নাইগামী বিমানে মাঝাকাশে কেবিনের ভিতর পোড়া গন্ধ পাওয়ার পরেই আর বিলম্ব করেননি চালক। মাঝ আকাশ থেকেই ফিরিয়ে নেওয়া হয় ওই বিমানকে এবং মুম্বই বিমানবন্দরে নামে বিমানটি। 

ওই বিমানে থাকা এক যাত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, AI 639, রাত ১১.৫০ নাগাদ আকাশে উড়েছিল এবং প্রায় ৪৫ মিনিট ওড়ার পর, পাইলট ঘোষণা করেন যে কারিগরি সমস্যার কারণে বিমানটি মুম্বাইতে ফিরে আসবে। চিন্তা উদ্বেগ ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে ওই বিমানটি সফলভাবে মুম্বই ফিরে গিয়ে যাত্রীদের সুরক্ষিতভাবে নামিয়েছে বলেও জানিয়েছেন ওই যাত্রী সোশ্যাল মিডিয়ায়।

 

এর আগে, ২৫ জুন, মুম্বই-ব্যাংককগামী বিমানের ডানায় খড় লক্ষ্য করা যায়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট র‍্যাডার ডট কম-এর তথ্য, AI 2354, যা একটি Airbus A320Neo বিমান, যার সকাল ৭.৪৫ মিনিটে মুম্বাই বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে, ফ্লাইটটি প্রায় পাঁচ ঘণ্টা দেরি করে, ১টার দিকে উড়ান শুরু করে।