আজকাল ওয়েবডেস্ক: আবারও বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে। সোমবার লন্ডন থেকে মুম্বই ফেরারা পথে এয়ার ইন্ডিয়ার এআই ১৩০ বিমানের যাত্রী এবং ক্রু-সহ ১১ জন আচমকা অসুস্থ হয়ে পড়েন। বিমানটি যখন ৩৫ হাজার ফুট উচ্চতায় ছিল তখন এই ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে ধারণা, খাদ্যে বিষক্রিয়ার কারণে এই অসুস্থতা হতে পারে। খতিয়ে দেখছে বিমান সংস্থা।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এআই ১৩০ বিমানটি ছিল বোয়িং ৭৭৭। কেবিনে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার ফলে মাথা ঘোরানো এবং অন্যান্য অসুস্থতা দেখা দিতে পারে। যার লক্ষ্ণণ খাদ্যে বিষক্রিয়ার মতোই।
একটি বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, “লন্ডন হিথরো থেকে মুম্বাইগামী ফ্লাইট এআই ১৩০-এ, পাঁচজন যাত্রী এবং দু’জন ক্রু ফ্লাইটের বিভিন্ন পর্যায়ে মাথা ঘোরা এবং বমি বমি ভাব অনুভব করার কথা জানিয়েছেন। বিমানটি নিরাপদে মুম্বাইতে অবতরণ করে যেখানে আমাদের মেডিকেল টিম তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদানের জন্য প্রস্তুত ছিল।“
বিবৃতিতে আরও জানানো হয়েছে, “অবতরণের পর, দুই যাত্রী এবং দুই কেবিন ক্রু, যারা অসুস্থ বোধ করতে থাকেন, তাদের আরও পরীক্ষার জন্য মেডিকেল রুমে নিয়ে যাওয়া হয় এবং পরে তাদের ছেড়ে দেওয়া হয়। আমরা ঘটনাটি তদন্ত করছি এবং নিয়ন্ত্রক সংস্থাকে যথাযথভাবে অবহিত করেছি।“
