আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানে ফের বিমান দুর্ঘটনা। ভেঙে পড়ল বিমান বাহিনীর ফাইটার জেট। ঘটনাটি ঘটেছে বুধবার। রাজস্থানের চুরু জেলাতে এই বিমানটি আকাশ থেকে মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। ঘটনার পরই সেখানে গিয়ে উপস্থিত হল স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল। 


স্থানীয়দের বক্তব্য অনুসারে হঠাৎ করে তারা বিরাট একটি শব্দ পান। আকাশ থেকে যেন কিছু ভেঙে পড়েছে। এরপরই গোটা এলাকায় আগুন ধরে যায়। ধোঁয়াতে ভরে যায় চারিদিক। বান্ধুয়া গ্রামে এই বিমানটি ভেঙে পড়ে। 


ঘটনার পর উদ্ধারকারী দল সেখান থেকে পাইলটের দেহ উদ্ধার করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রাজস্থানের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সেখানকার জেলা কালেক্টর অভিষেক সুরানা এবং স্থানীয় পুলিশ গোটা এলাকাটি ঘিরে রেখেছে। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।


গ্রামসাবীরা জানান তারা নিজেরাই প্রথমে আগুন নেভানোর কাজ করেন। তবে কী কারণে হঠাৎ করে বায়ুসেনার এই বিমানটি ভেঙে পড়ল তা নিয়ে কোনও স্পষ্ট বার্তা দেয়নি ভারতীয় সেনাবাহিনী। এর পিছনে কোনও প্রযুক্তিগত কারণ রয়েছে নাকি পাইলটের কোনও দোষ ছিল সেবিষয়ে কিছুই জানা যায়নি। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত হবে বলেই জানা গিয়েছে।

 


এর আগেই রাজস্থানে বেশ কয়েকবার ভারতীয় বিমান বাহিনীর বিমান দুর্ঘটনা হয়েছে। সেবারেও প্রযুক্তিগত সমস্যাকে সামনে দেখানো হয়েছিল। সেই তালিকায় যুক্ত হয়ে গেল আরও একটি নাম। ফের প্রাণ হারাতে হল এক পাইলটকে।