আজকাল ওয়েবডেস্ক: বিকেলে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির ঘোষণা। মাত্র তিন ঘণ্টার মধ্যেই ফের উত্তেজনা ছড়াল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর সহ একাধিক জায়গায়। শনিবার রাতে শ্রীনগর কেঁপে ওঠে বিস্ফোরণে। সমাজমাধ্যমে এমনটাই জানালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। 

 

৮টা ৫৩ মিনিটে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা লিখেছেন, 'যুদ্ধবিরতির কী হল? শ্রীনগর আবারও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।' ৯টা ১০ মিনিটে আরও একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'আদতেই কোনও যুদ্ধবিরতি হয়নি।' 

 

?ref_src=twsrc%5Etfw">May 10, 2025

আজ বিকেল পাঁচটা থেকে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর বলে জানান ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজমাধ্যমে দুই দেশের সংঘর্ষবিরতির ঘোষণার পরেই বিদেশ সচিব সাংবাদিক বৈঠক করে জানান, এদিন দুপুরে দুই দেশ আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, সন্ধে ৭টা ৪৫ মিনিটে জম্মু, আখনোর সহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। 

একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, যুদ্ধবিরতি ঘোষণার পরেও ১১টি জায়গায় তা লঙ্ঘন করেছে পাকিস্তান। উধমপুর, পুঞ্চ, আখনুর, বারমের-সহ ১১টি জায়গায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে ফের ডাল লেক, শ্রীনগর, উধুমপুর, বারমেরে ব্ল্যাক আউট করা হয়েছে। পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জেরে পাঞ্জাব ও রাজস্থান জুড়ে ব্ল্যাক আউট করা হয়েছে।