আজকাল ওয়েবডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির পরাজয়ের পর পাঞ্জাবে দুর্নীতির বিরুদ্ধে "অপারেশন ক্লিন-আপ" শুরু করেছে সেখানকার আপ সরকার। পাঞ্জাব এখন আপ-এর একমাত্র শাসিত রাজ্য এবং আগামী ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে ব্যাপক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বুধবার, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নির্দেশে ৫২ জন পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে। এই পুলিশকর্মীরা দুর্নীতি, অযোগ্যতা এবং অনুপস্থিতির অভিযোগে অভিযুক্ত ছিলেন। পুলিশের মহাপরিচালক (ডিজিপি) গৌরব যাদব এক সংবাদ সম্মেলনে জানান, বরখাস্ত হওয়া পুলিশকর্মীরা ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে ছিলেন।

সরকারি কর্মকর্তাদের মধ্যেও 'শুদ্ধিকরণের' প্রক্রিয়া শুরু হয়েছে। গত সোমবার মুখতার সাহিব জেলার ডেপুটি কমিশনার আইএএস অফিসার রাজেশ ত্রিপাঠি দুর্নীতির অভিযোগে বরখাস্ত হয়েছেন এবং তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

প্রাক্তন দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ কনভেনর অরবিন্দ কেজরিওয়াল পাঞ্জাব সরকারকে নির্দেশ দিয়েছেন যে রাজ্যকে একটি "মডেল রাজ্য" হিসেবে গড়ে তুলতে হবে। তিনি দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী মান এবং তাঁর মন্ত্রীসভাকে বলেছেন, "২০২৭ সালের নির্বাচনে জয়ী হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।"

ডিজিপি যাদব জানিয়েছেন, প্রায় ৪০০ পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয়েছে, এবং আগামী দিনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাঞ্জাবের বিরোধী নেতা প্রতাপ সিং বাজওয়া অভিযোগ করেছেন যে আপ নেতারাও দুর্নীতিতে জড়িত। তিনি পাঞ্জাবের রাজ্যপালের কাছে এ বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন।

আপ-এর বিরুদ্ধে বাজওয়ার অভিযোগ, "সরকারি কর্মচারীদের থেকে জোর করে দলীয় তহবিল সংগ্রহ করা হচ্ছে," যা নিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি তোলা হয়েছে।