আজকাল ওয়েবডেস্ক: যেদিন থেকে আধার কার্ড আপনার হাতে এসেছে সেদিন থেকেই সেখানে ফটোকপি ছিল বাধ্যতামূলক। আপনার কার্ডটিতে আপনার ছবি ছিল। যদি এই ছবি নিয়ে কোনও সমস্যা তৈরি হত তাহলে সেটি নিয়ে আপনাকে সর্বত্র জবাবদিহি করতে হত। এতদিন ধরে এটাই ছিল নিয়ম।
তবে এবার সেখান থেকে আসতে চলেছে নতুন নিয়ম। ইউআইডিএআই জানিয়েছে আধার কার্ডে নতুন নিয়ম তারা দ্রুত আসবে। সেখানে আধার কার্ডে কোনও ছবি থাকবে না। এই নিয়ম গোটা দেশেই কার্যকরী হবে।
কেন এই নতুন নিয়মটি চালু করা হল সেবিষয়ে উত্তর দিতে গিয়ে সংস্থা জানিয়েছে আধার নম্বর অতি স্পর্শকাতর। কোটি কোটি ছবি যুক্ত রয়েছে আধার কার্ডের সঙ্গে। এখান থেকেই ব্যক্তিগত তথ্য চুরি যাওয়ার একটি বিরাট সম্ভাবনা রয়েছে। সংস্থা এখানেই চাবি দিতে চাইছে। তারা সমস্ত ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করার পক্ষে। এগুলি যাতে কোনওভাবেই কোনও খারাপ হাতে না যায় বা কোনও খারাপ কাজে ব্যবহার না করা হয় সেদিকে নজর রাখা হবে। যদি গোটা বিষয়টি ডিজিটালি করা যায় তাহলে সেখান থেকে এই জালিয়াতি বন্ধ করা যাবে।
নতুন আধার কার্ডে একটি কিউ আর কোড থাকবে। সেখানেই সমস্ত তথ্য সংরক্ষিত করা থাকবে। এটিকে স্ক্যান করলেই সমস্ত তথ্য সামনে চলে আসবে। তাই আধার কার্ড থেকে ছবি বাদ চলে যাবে। ফোনে এই কোডটি থাকলে সেখান থেকেই আপনি নিজের যাবতীয় কাজ করতে পারবেন।
যদি সংস্থার পোর্টালে আপনার নামটি থাকে তাহলে সেখান থেকে সমস্ত কাজ করা যাবে। তবে যদি তা না থাকে তাহলে আধার ব্যবহার করা যাবে না। সংস্থার সিইও জানিয়েছেন আধার কার্ডে ছবির দিন এবার শেষ হতে চলেছে। নতুন ব্যবস্থা চালু হলে সেখান থেকে বিষয়টি অনেক বেশি শক্তিশালী হবে। আধার নিয়ে জালিয়াতি বন্ধ হবে।
আধার কার্ড নিয়ে ইতিমধ্যেই বহু জায়গায় জালিয়াতির খবর এসেছে। সেখানে নকল আধার কার্ড ব্যবহার করে প্রচুর অপরাধমূলক কাজও করা হয়েছে। সেখানেই এবার ইতি টানার সময় এসেছে। আধার ভেরিফিকেশনকে শক্তিশালী করা উদ্যোগ নিয়েই এই ব্যবস্থা করা হবে বলে জানিয়ে দিয়েছে সংস্থা।
তবে যে বিষয়টি অস্পষ্ট রয়ে গিয়েছে সেটি হল সমস্ত পুরনো আধার কার্ডকে কী তাহলে নতুন করে আপডেট করতে হবে। তাহলে ফের আধার কেন্দ্রগুলিতে লম্বা লাইন পড়তে পারে। সেখানে গোটা বিষয়টি ডিজিটালি করার কোনও ব্যবস্থা করা হবে কিনা সেটা স্পষ্ট করা হয়নি। তবে নতুন ব্যবস্থা যদি দ্রুত কার্যকরী হয় তাহলে সেখান থেকে জালিয়াতি কমবে বলেই জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। সেখানে নতুন এই কাজটি কত তাড়াতাড়ি হয় সেটাই দেখার।
