আজকাল ওয়েবডেস্ক: আমুল বদল আসতে চলেছে আধার কার্ডে। সূত্রের তথ্য, এবার থেকে, আধার কার্ডে লেখা থাকবে না নাম-ঠিকানা। তাহলে কী থাকবে? জানা গিয়েছে এবার থেকে আধার কার্ডে শুধু ছবি এবং QR কোড থাকবে।
কেন এই বদল?
সূত্রের তথ্য, ভারত সরকার আধার কার্ডের নিরাপত্তা বৃদ্ধির জন্য এই উল্লেখযোগ্য পরিবর্তনের পরিকল্পনা করছে। নতুন প্রস্তাবের অধীনে, আধার কার্ডগুলিতে কেবল কার্ডধারীর ছবি এবং একটি QR কোড থাকবে। নাম, ঠিকানা এবং আধার নম্বর নয়া কার্ড থেকে বাদ দেওয়া হবে।
একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে তথ্য, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রোধ করতে এবং অফলাইন যাচাইকরণ বিষয়ে আরও কড়অ্যা হতে, ভারতের অনন্য পরিচয় কর্তৃপক্ষ (UIDAI) এই পরিবর্তনটি নিয়ে সিদ্ধান্ত গ্রহোন করেছে।
একটি আধার সম্মেলনে, UIDAI-এর সিইও ভাবেশ কুমার ঘোষণা করেন, কর্তৃপক্ষ ২০২৫ সালের ডিসেম্বরে এই নিয়ম চালু করার লক্ষ্যে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, নতুন নিয়মের লক্ষ্য হোটেল এবং ইভেন্ট আয়োজকদের দ্বারা অফলাইন আধার যাচাইকরণ নিয়ন্ত্রণ করা এবং ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করা।
নয়া আধার কার্ডটি কেমন হবে দেখতে?
স্বাভাবিকভাবেই প্রশ্ন, নাম-ঠিকানা, আধার নম্বর বাদ দেওয়া হলে, এতদিনের চেনাজানা আধার কার্ড কেমন দেখতে হচ্ছে?
সূত্রের তথ্য, নয়া আধার কার্ডে শুধুমাত্র একটি ছবি এবং একটি QR কোড থাকবে নয়া আধার কার্ডে। এই পরিবর্তনটি আধার আইন মেনে চলার জন্য তৈরি করা হয়েছে, যা অফলাইন যাচাইয়ের জন্য কোনও ব্যক্তির আধার নম্বর বা বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ব্যবহার বা সংরক্ষণ নিষিদ্ধ করে।
তা সত্ত্বেও, অনেক সংস্থা আধার কার্ডের ফটোকপি সংগ্রহ এবং সংরক্ষণ করে চলেছে, যা জালিয়াতি বা অপব্যবহারের ঝুঁকি বাড়ায়। এটি মোকাবেলা করার জন্য, সমস্ত আধার তথ্য গোপন রাখা হবে, কার্যকরভাবে অফলাইন যাচাই বন্ধ করা হবে এবং ব্যক্তিদের তথ্য সুরক্ষিত রাখা হবে।
